টলি কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে গত প্রায় এক বছরের বেশি সময় ধরে শোনা যাচ্ছে সুখবর। স্টুডিয়ো পাড়ার খবর, জীবনে প্রেমের রং লেগেছে শ্রীমা ভট্টাচার্য ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের।
'গাঁটছড়া'-র দ্যুতি ও 'আয় তবে সহচরী'-র টিপুর ডেটিং গসিপ এখনও যথেষ্ট আলোচনায়। এতদিন সম্পর্ক নিয়ে মুখ খোলেনি দু'জনের কেউই। তবে ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছিলেন। সম্প্রতি জন্মদিন ছিল শ্রীমার। আর সেদিনই সকলের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সব। তাহলে কি প্রেমে শিলমোহর দিলেন জুটি?
প্রায়ই বিভিন্ন কনটেন্ট একসঙ্গে শেয়ার করেন ইন্দ্রনীল ও শ্রীমা। একসঙ্গে রিলস বানানো থেকে, যে কোনও পার্টি বা আড্ডা, প্রায় সর্বত্রই একসঙ্গেই দেখা যায় টেলিপাড়ার চর্চিত জুটিকে। একই সময় আন্দামান, থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন দু'জনে। সোশ্যাল মিডিয়া ভরেছিল নানা ছবি, ভিডিওতে। দুই অভিনেতার ছবির ব্যাকগ্রাউন্ডও ছিল এক। হঠাৎ একে অপরের ছবিতেও কমেন্ট করাও শুরু করেন তাঁরা। যদিও একই ফ্রেমে ধরা দেননি সেসময়। তবু প্রেমের গুঞ্জন কি চাপা থাকে? এরপর থেকে আলোচনা শুরু হয় তাঁদের প্রেম নিয়ে।
সম্প্রতি শ্রীমার জন্মদিনের ঘরোয়া উদযাপনে পরিবারের সঙ্গে একই ফ্রেমে ছিলেন শ্রীমা- ইন্দ্রনীল। রাতে বাড়িতে কেক কাটা থেকে শুরু করে সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পুজো দেওয়া, সবটাই করেছেন একসঙ্গে। এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন তাঁরা।
শ্রীমার জন্য একটি আদুরে পোস্ট করে ইন্দ্রনীল লেখেন, "শুভ জন্মদিন শ্রী, অনেক ভালোবাসা...।" বার্থডে গার্ল পাল্টা উত্তর দেন, ধন্যবাদ ইন্দ্রনীল। তোমাকেও অনেক ভালোবাসা...।"
প্রসঙ্গত, এর আগে টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রীমা। সে সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর, ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। শ্রীমা - ইন্দ্রনীল সত্যিই সম্পর্কে আছেন কিনা,থাকলেও তা কতদিন টেকে এবং 'জাস্ট ফ্রেন্ডস' থেকে নিজেদের প্রেমের সিলমোহর তাঁরা কবে দেন, তা সময়ই বলবে। 'নায়িকা নম্বর ১'-এ মুখ্য চরিত্রে ছিলেন ইন্দ্রনীল । অন্যদিকে শ্রীমার 'গাঁটছড়া'-র জার্নিও শেষ।