scorecardresearch
 

Shruti Das: "বুড়ো বর নিয়েই আমি সুখী!" প্রেম থেকে বিয়ে, অকপট শ্রুতি

Shruti Das On Valentine's Day 2022: ভ্যালেন্টাইনস ডে -এর উদযাপনে গা ভাসাচ্ছেন অনেকেই। আউটডোর শ্যুটিং নিয়ে ব্যস্ত স্বর্ণেন্দু। মনের মানুষকে মিস করছে শ্রুতি। তার ফাঁকেই আজতক বাংলার সঙ্গে প্রেম নিয়ে অকপট অভিনেত্রী।  

Advertisement
শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার (ছবি: ফেসবুক) শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার (ছবি: ফেসবুক)
হাইলাইটস
  • বারবার শিরোনামে এসেছেন তারকা জুটি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার।
  • ভ্যালেন্টাইনস ডে -এর উদযাপনে গা ভাসাচ্ছেন অনেকেই।
  • প্রেম থেকে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী।

কখনও গায়ের রং তো কখনও চরিত্র, বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। এমনকী বাদ যায়নি পরিচালক- প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornendu Samaddaar) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনাও। তবে ভালোবাসার সংকল্পে দৃঢ় থাকলে যে এবিষয় 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, নিন্দুকদের মুখে ছাই ঘষে দেওয়া যায়, সেটাই বারবার বুঝিয়ে দিয়েছেন 'দেশের মাটি'-র নোয়া।  

'শহর জুড়ে যেন প্রেমের মরসুম'... ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) -এর উদযাপনে গা ভাসাচ্ছেন অনেকেই। বীরভূমে, নতুন ধারাবাহিক 'গৌরি এলো' (Gouri Elo) -র শ্যুটিং নিয়ে ব্যস্ত স্বর্ণেন্দু। বলাই বাহুল্য বিশেষ দিনে মনের মানুষকে মিস করছে তাঁর 'বাবি' (এই নামেই ভালোবেসে একে অপরকে ডাকেন শ্রুতি -স্বর্ণেন্দু)। তার ফাঁকেই আজতক বাংলার সঙ্গে প্রেম নিয়ে অকপট শ্রুতি।  

Shruti Das Swornendu Samaddaar relationship- শ্রুতি -স্বর্ণেন্দু

আজতক বাংলা: আপনার কাছে ভ্যালেন্টাইনস ডে-এর গুরুত্ব কতটা?  

শ্রুতি: ভ্যালেন্টাইনস উইকে ছেলেবেলায় মজা লাগত। এখন লাগে না। তবে পার্টনারের জন্য কিছু করতে বা দিতে এবং পেতে ভালই লাগে। 


প্রশ্ন: ভালোবাসার জন্য আলাদা একটা দিন থাকা দরকার আপনি বিশ্বাসী? 

শ্রুতি: ভালোবাসি যে, সেটা তো রোজ বলে বলে বোঝানোর জিনিস নয়। তাই একদিন স্পেশাল হলে মন্দ হয় না।


প্রশ্ন এবছর বিশেষ কী প্ল্যান? 

শ্রুতি: এবছর ও (স্বর্ণেন্দু) আউটডোর শ্যুটিংয়ে। তবে অনেক প্ল্যান রয়েছে সারা বছর জুড়ে। 

 

Shruti Das Swornendu Samaddaar relationship- শ্রুতি -স্বর্ণেন্দু


প্রশ্ন: স্বর্ণেন্দুর জন্য বিশেষ কোনও উপহার কিনলেন? 

শ্রুতি: আমি নিজেই মনে হয় ওকে দেওয়ার মত একটা গিফ্ট। 

Advertisement


প্রশ্ন: আপনাদের বয়সের ব্যবহার ব্যবধানের জন্য অনেক কটূ কথা শুনতে হয়... 

শ্রুতি:  আমার মা-বাবার ১১ বছরের বয়সের পার্থক্য। তাও দিব্যি সংসার করছে, এক বাচ্চার মা- বাবা হয়ে গেছে। হেসে খেলে ঝগড়া- আদরে ভরিয়ে রেখেছে। আমার বিশ্বাস আমরাও পারব।

 

Shruti Das Swornendu Samaddaar relationship- শ্রুতি -স্বর্ণেন্দু

 

প্রশ্ন: ট্রোলারদের উদ্দেশ্যে কিছু বলতে চান?

শ্রুতি: ট্রোলারদের মুখ লেগে নিজের মুখ এবং শিক্ষা নষ্ট করতে আমার ভাল লাগে না। যখন বাঁধ ভেঙ্গে যায়, তখন উত্তর দি। এছাড়া ওদের যোগ্যতা নেই আমাদের অ্যাটেনশনের। কারণ আমার মনে হয়, তারা খুব 'হতাশ'।


প্রশ্ন: কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, আপনার এবং স্বর্ণেন্দুর ব্রেকআপের কথা। এগুলো কি ইচ্ছাকৃতভাবে গুজব রটানো বলে মনে হয়?

শ্রুতি: ব্রেকআপ এই জন্মে হওয়ার নেই। কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ব্রেকআপ, ডিভোর্সের উদাহরণ আছে। তাই তাদের দোষ নয়, সবটাই ভাগ্য। ব্যতিক্রমী ঘটনা আছে এটা সবাই বোঝে না। 


প্রশ্ন:  আজতক বাংলার মাধ্যমে মনের মানুষকে বিশেষ কোনও মেসেজ দিতে চান? 

শ্রুতি: মেসেজ একটাই! সবার কথা অনুযায়ী, 'বুড়ো বর' নিয়েই আমি সুখী। আর 'কুচ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ‍্যায় কহেনা...'। 

Shruti Das Swornendu Samaddaar relationship- শ্রুতি -স্বর্ণেন্দু


প্রশ্ন : সম্পর্কের বয়স কত হল?

শ্রুতি: ২ বছর ৫ মাস চলছে, মানে আড়াই বছর। বন্ধুত্ব তিন বছরের।

প্রশ্ন: এবছরই কি সানাই বাজবে? কবে বিয়ে করছেন? 

শ্রুতি: এবছর বিয়ে হবে কিনা আমাদের ভাগ্য আর ঈশ্বর জানেন। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে.. প্ল্যানিং আছে দু'বছরের মধ্যেই। এবছর হতে পারে, আবার পরের বছরও হতে পারে। (হেসে) তবে বিয়ে করব না,  বিয়েটা জাস্ট হয়ে যাবে।

 

Advertisement