Sriparna Roy Pregnancy Rumour: বিয়ের বছর ঘুরতেই মা হতে চলেছেন শ্রীপর্ণা? টেলিপাড়ায় জোর চর্চা

Sriparna Roy: টলিপাড়ায় যেন বিয়ের হিড়িক। তবে শুধুই সানাই বাজছে না, আসছে বেশ কিছু তারকার বাবা- মা হওয়ার খবরও। এবার এরকমই আরও এক তারকার মা হওয়ার খবর শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে।

Advertisement
বিয়ের বছর ঘুরতেই মা হতে চলেছেন শ্রীপর্ণা? টেলিপাড়ায় জোর চর্চা

টলিপাড়ায় যেন বিয়ের হিড়িক। তবে শুধুই সানাই বাজছে না, আসছে বেশ কিছু তারকার বাবা- মা হওয়ার খবরও। এবার এরকমই আরও এক তারকার মা হওয়ার খবর শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। স্টুডিওপাড়ায় জোর আলোচনা, মা হতে চলেছেন শ্রীপর্ণা রায়। সত্যি কি তাই?

আসলে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন তারকরা জুটি আদিত্য চৌধুরী ও পূর্বাশা রায়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রীপর্ণা। সেখানে নীল রঙা সালোয়ার কামিজে এদিন সেজেছিলেন তিনি। সেখানে শ্রীপর্ণার ছবি দেখেই অনেকের মনে হয়েছে অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। যদিও তাঁকে সরাসরি এই প্রশ্ন করায় কিছুটা হতবাক হয়ে, খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। 

সংবাদমাধ্যমকে শ্রীপর্ণা বলেন, "এই সব আবার কবে রটলো। বিশ্বাস করুন, আমি অন্তঃসত্ত্বা নই। আপতত গুছিয়ে সংসার করছি। সবে তো দু'জনে জীবন শুরু করলাম। বিয়ে বাড়িতে একটু খাচ্ছিলাম, সেইসব দেখেই লোকে এসব কথা বলছে। এখনই দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা নেই...।" আপাতত কেরিয়ারেই ফোকাস করতে চাইছেন টেলি অভিনেত্রী। খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে সুখবর দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে টেলিপাড়ার খবর, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন মেগায় দেখা যেতে পারে শ্রীপর্ণাকে।   

২০২৩-এর ২৮ নভেম্বর, শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রীপর্ণা। আপাতত গুছিয়ে সংসার করছেন টেলি নায়িক। শ্রীপর্ণার স্বামী বিনোদন জগতের কেউ না। তিনি মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত। একটি অনলাইন ম্যাট্রিমনি সাইটের অ্যাপের মাধ্যমে আলাপ হয়। হাওড়ার বালির মেয়ে শ্রীপর্ণা বিয়ের পর সংসার পেতেছেন চন্দননগরে।

প্রসঙ্গত,  ছোট পর্দার চেনা মুখ শ্রীপর্ণা রায়। বর্তমানে 'গাঁটছড়া' ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রীপর্ণা। ঋদ্ধি- রুক্মিণীর জুটি দর্শকেরা বেশ পছন্দ করছে। শুরুতে সকলে ভেবেছিলেন, নেগেটিভ চরিত্রেই থাকবেন তিনি। তবে গল্পে আসে নতুন মোড়। এর আগে 'কড়ি খেলা', 'মুকুট', 'আঁচল'-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 


 

Advertisement

POST A COMMENT
Advertisement