সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও (TRP) প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি (Mega Serial)। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ।
জি বাংলায় আসছে 'সোহাগ জল' (Sohag Jol)। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই, এই নতুন ধারাবাহিক ঘিরে দারুণ উৎসাহ দেখা গেছে দর্শকদের মধ্যে। এতদিন প্রশ্ন উঠছিল কখন সম্প্রচারিত হবে এই মেগা। এবার সামনে এল সেই তথ্য। ২৮ নভেম্বর থেকে সোম থেকে শনিবার রাত ৯ টায় দেখা যাবে 'সোহাগ জল'। এতদিন সেই স্থানে দেখা যেত 'লালকুঠি' (Laalkuthi)। এবার প্রশ্ন উঠছে তাহলে কি, কোপ পড়বে রুকমা - রাহুলের (Rooqma- Rahul) ধারাবাহিকে? নাকি অন্য কোনও স্লটে দেখা যাবে?
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন মিমি- অর্জুন জুটি! এবছরই মুক্তি পাবে অরিন্দমের 'খেলা যখন'
'লালকুঠি' নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতাদের কেউই বা চ্যানেল কর্তৃপক্ষ। তবে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, হঠাৎই ছোট করা হচ্ছে 'লালকুঠি'-র যাত্রাপথ। যদিও এর পিছনে, রেটিং চার্টে খারাপ স্কোরকেই দায়ী করছে সকলে। মনে করা হচ্ছে টিআরপি-তে তলানিতে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সাসপেন্স- থ্রিলারধর্মী এই ধারাবাহিকে জুটিতে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) ও রুকমা রায় (Rooqma Ray)। তবে এই মেগাতে কাজ করেনি 'দেশের মাটি'-র 'রাম্পি' জুটির ম্যাজিক।
আরও পড়ুন: 'এক্সটার্নাল স্টিমুলি'-র মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছে ঐন্দ্রিলাকে
'সোহাগ জল' ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও হানি বাফনা (honey Bafna)। প্রেম- খুনসুটি দিয়ে নয়, বরং বিচ্ছেদ দিয়েই সামনে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা নিয়ে আসছে এক দূরে গিয়েও কাছে আসার গল্প - 'সোহাগ জল'। শ্বেতা- হানি ছাড়াও ধারাবাহিকে রয়েছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। শুরু হচ্ছে আরও বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক। তাই দর্শক মনে কতটা জায়গা করতে পারবে এই মেগা, তা সময়ই বলবে।
আরও পড়ুন: 'ডান্স ডান্স জুনিয়র'-র মঞ্চে চমক ফড়িং -নোলকদের!
প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'যমুনা ঢাকি', 'সিঁদুরখেলা', 'জড়োয়ার ঝুমকো'-র মতো একাধিক ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি পেয়েছেন বড় ব্রেক। দেবের 'প্রজাপতি' ছবিতে কাজ করলেন নায়িকা। যদিও এর আগেও বাংলা ছবিতে ছোট- খাটো চরিত্রে কাজ করেছেন শ্বেতা। অন্যদিকে হানি বাফনাও টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। 'বকুল কথা', 'প্রথমা কাদম্বিনী', 'গ্রামের রানি বীণাপাণি'-র ধারাবাহিকে মুখ্য চরিত্রে নজর কেড়েছেন তিনি।