TRP -Bangla Serial: রেটিং চার্টে বড় বদল! এবার কোন ধারাবাহিক বেঙ্গল টপার, সেরা দশে কারা?

Bengali Serial BARC 2026 Week 2nd TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: রেটিং চার্টে বড় বদল! এবার কোন ধারাবাহিক বেঙ্গল টপার, সেরা দশে কারা? বাংলা সিরিয়ালের রেটিং

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। সামনে এল টেলিভিশনের নতুন রেটিং চার্ট। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এবারও সেরার সেরা 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)। বেঙ্গল টপার এই মেগার প্রাপ্তি ৭.৩। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও  'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj), পেয়েছে ৭.২। তৃতীয় স্থান পেয়েছে দুটি মেগা। 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) ও 'পরিণীতা' (Parineeta)-র ঝুলিতে ৭.১। চতুর্থ 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)-র প্রাপ্তি ৬.৮ রেটিং নম্বর। পঞ্চমে 'লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi)। ধারাবাহিকটির স্কোর ৬.৪ নম্বর।

আরও পড়ুন: নুসরতের জন্মদিনে লড়াইয়ের 'সেই' দিনগুলোর কথা লিখলেন যশ, উত্তর দিলেন বার্থডে গার্লও

এই সপ্তাহে ষষ্ঠ স্থান পেয়েছে দুটি মেগা। 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar), 'আমাদের দাদামণি'(Amader Dadamoni), পেয়েছে ৬.০। সপ্তম স্থান দখল করেছে ' বেশ করেছি প্রেম করেছি', পেয়েছে ৫.৯। অষ্টম স্থানে দুটি মেগা। 'জোয়ার ভাঁটা ' (Joyar Bhanta) ও 'চিরসখা' (Chirosokha)-র ঝুলিতে ৫.৮। নবমে 'তুই আমার হিরো' (Tui Amar Hero), পেয়েছে ৫.১। দশম স্থান প্রাপ্তি হয়েছে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo)-র। এই ধারাবাহিক পেয়েছে ৫.০। 

 প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)   

* প্রথম - পরশুরাম আজকের নায়ক (৭.৩)

* দ্বিতীয় - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৭.২)

* দ্বিতীয় - রাঙামতি তীরন্দাজ (৭.২) 

* তৃতীয় - ও মোর দরদিয়া (৭.১) 

Advertisement

* তৃতীয় - পরিণীতা (৭.১) 

* চতুর্থ - তারে ধরি ধরি মনে করি (৬.৮)

* পঞ্চম - লক্ষ্মীর ঝাঁপি (৬.৪)  

* ষষ্ঠ - চিরদিনই তুমি যে আমার (৬.০) 

* ষষ্ঠ - আমাদের দাদামণি (৬.০)

* সপ্তম - বেশ করেছি প্রেম করেছি (৫.৯)

* অষ্টম- জোয়ার ভাঁটা (৫.৮)

* অষ্টম- চিরসখা (৫.৮)

* নবম- তুই আমার হিরো (৫.১)

* দশম- কনে দেখা আলো (৫.০)

আরও পড়ুন: মাত্র ৬ মিনিটের নাচের জন্য ৬ কোটি! তামান্নার আকাশছোঁয়া পারিশ্রমিক শুনে হতবাক সকলে

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

POST A COMMENT
Advertisement