Advertisement

Dadagiri- Sourav Ganguly: শুরু হচ্ছে 'দাদাগিরি' সিজন ১০! দেখুন কীভাবে শ্যুটিং করছেন সৌরভ

শুরু হচ্ছে 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ১০। এবারও 'দাদাগিরি'-র সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের ট্যাগলাইন 'বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে'। ৬ অক্টোবর থেকে শুক্র ও শনিবার রাত ৯.৩০ মিনিটে দেখা যাবে 'দাদাগিরি'। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসবে নিত্য নতুন প্রতিভা। জমজমাট গ্র্যান্ড ওপেনিং পর্ব দিয়ে সূচনা হবে নতুন সিজনের। হাজির থাকবেন ওস্তাদ আমজাদ আলি খান, আয়ান আলি খান, আমন আলি খান, তন্ময় বোসের মতো সঙ্গীতশিল্পীরা। সেই সঙ্গে প্রতিযোগী হয়ে উপস্থিত থাকবেন বাংলা টেলিভিশনের শিল্পীরা।

Advertisement
POST A COMMENT