Advertisement

Ke Prothom Kache Esechi Serial: 'আমায় প্রচুর জ্বালাতন করছে', শ্যুটিং ফ্লোরে কতটা দুষ্টুমি করছে ছোট্ট রাধিকা?

ছোটপর্দায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। কিছু মাসের বিরতির পরে ফের ধারাবাহিকে ফিরছেন পর্দার 'গৌরী'- অভিনেত্রী মোহনা মাইতি। এবার তাঁকে দেখা যাবে সায়ন বসুর বিপরীতে। এছাড়াও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী রাধিকা কর্মকারকে। এছাড়াও রয়েছে আরও একগুচ্ছ চেনা মুখ। এক মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে এই আসছে নতুন এই মেগা। কীভাবে শ্যুটিং হচ্ছে ধারাবাহিকের? রইল 'কে প্রথম কাছে এসেছি'-র শ্যুটিং ভিডিও।

Advertisement
POST A COMMENT