Advertisement

Mili Serial: কীভাবে শ্যুটিং চলছে নতুন মেগা 'মিলি'-র? দেখুন সেই Video

আসছে নতুন ধারাবাহিক 'মিলি'। 'আলতা ফড়িং' খ্যাত অভিনেত্রী খেয়ালি মণ্ডল এবার জুটি বাঁধছেন অনুভব কাঞ্জিলালের সঙ্গে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টেলিভিশনের চেনা মুখ- ধ্রুবজ্যোতি সরকার। এছাড়াও রয়েছেন একঝাঁক চেনা মুখ। মিলির সঙ্গে বিয়ে ঠিক হয়, রাহুলের। তবে ছাদনাতলায় ঘটে যায় এক বিপত্তি। মিলিকে অপহরণ করে অর্জুন। এরপর ঠিক কোন দিকে এগোবে তাদের জীবনের গল্প? দুই বিপরীত মেরুর মানুষের কীভাবে প্রেম হয়, সেটাই দেখা যাবে ধারাবাহিকে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সোম- শনিবার রাত ৯.৩০ মিনিটে জি বাংলায় সম্প্রচার হবে 'মিলি'।

Advertisement
POST A COMMENT