Advertisement

Television Shooting Video: পুনরায় শ্যুটিং শুরুর পর কীভাবে চলছে 'মিঠাই' সহ অন্য ধারাবাহিকগুলির কাজ?

লকডাউনের জেরে দীর্ঘদিন চলেছে 'শ্যুট ফ্রম হোম'। সেই সঙ্গে ছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের তরজা। শ্যুটিংয়ে অনুমতি মিললেও পুরদস্তুর শ্যুটিংয়ে বাধা মিলছিল বলেই দাবী করা হয়েছিল। শেষমেশ জট কিছুটা কেটে ফের শুরু হয়েছে শ্যুটিং। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের ফের মনোরঞ্জন করার। পুনরায় শ্যুটিং শুরুর পর কীভাবে চলছে টেলিপাড়ার শ্যুটিং? 'মিঠাই', 'অপরাজিতা অপু' ও 'এই পথ যদি না শেষ হয়' -র সেটে কী চলছে দেখুন সেই ভিডিয়ো।

Advertisement