ছাত্রাবস্থা থেকে বাম মনস্ক রুদ্রনীল সক্রিয় রাজনীতিতে না এলেও সমর্থক ছিলেন বাম রাজনীতির। সিপিএম দলের সদস্য পদও ছিল তাঁর। নিজেও বহুবার এ কথা বলেছেন।
২০১৪ সালে তাঁকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি পদে বসানো হয়। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়।
সুবিধাবাদী তকমা সে দিনও জুটেছিল তাঁর। তাঁর বহু সহকর্মীও সে সময় তাঁর শিবিরবদলকে ভালো চোখে দেখেননি।
যদিও এ অভিযোগ তখন বিশেষ গায়ে মাখেননি রুদ্রনীল। সে সময় তিনি বলেছিলেন, 'মানুষের সেবা করতে চাই। তাই তৃণমূলে এসেছি।'
২০২১ বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন রুদ্র। পুরনো দল এবং দলনেত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তিনি। ভবানীপুর কেন্দ্র থেকে বিধানসভায় তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।