Advertisement
মনোরঞ্জন

এবার মল্লিকা শেরাওয়াত বাংলা সিনেমায়, শ্যুটিংয়ে আসছেন কলকাতায়

  • 1/6

মল্লিকা শেরাওয়াত এবং বোল্ড শব্দদুটি ইন্ডাস্ট্রিকে সমার্থক হিসেবেই ব্যবহৃত হয়। চুম্বন দৃশ্য থেকে বিতর্ক বরাবরই শিরোনামে এসেছেন তিনি। এবার তিনি কামব্যাক করছেন ওটিটির হাত ধরে। সেই সিরিজের শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন মল্লিকা। ফোটো- ইনস্টাগ্রাম
 

  • 2/6

এই সিরিজের মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেত্রী, এমনটাই জানা গিয়েছে। সৌমিক সেন পরিচালিত নতুন সিরিজের জন্যই মল্লিকা আসবেন কলকাতায়।
 

  • 3/6

এই সিরিজের বেশিরভাগ শুটিং হবে কলকাতাতেই। তবে শুধু মল্লিকা নন, টলিউডেরও বেশ কয়েক জন অভিনেতাও থাকবেন।

Advertisement
  • 4/6

২০০৪ সালে 'মার্ডার' ছবি দিয়ে বলিউডের প্রথম সারিতে আসা মল্লিকা শেরওয়াতকে গত কয়েক বছর ধরে বড় পর্দায় সেভাবে দেখা যায়নি। 
 

  • 5/6

জানা গিয়েছে দিন দশেকের মধ্যে মল্লিকাও সম্ভবত আসবেন শুটিং করতে। বিগত কয়েক বছরে কয়েকটি আইটেম ডান্স বা অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে।
 

  • 6/6

‘গুলাব গ্যাং’ এবং বাংলায় ‘মহালয়া’ পরিচালনা করা সৌমিক সেন এই সিরিজের বিষয়ে বিস্তারিত কিছু জানানি।

Advertisement