scorecardresearch
 
Advertisement
টলিউড

মোহময়ী কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন মনামী! ছবি পোস্ট স্যোশাল মিডিয়ায়

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 1/10

টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। বরাবর নজর কেড়েছেন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে। এবার কাজের থেকে বিরতি নিয়ে মনামী ভ্যাকেশনে গিয়েছেন।  
 

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 2/10

ছুটি কাটাতে এইবার নায়িকার ডেসটিনেশন কাশ্মীর। এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রিপের বিভিন্ন মুহূর্ত ফুটে উঠছে তাঁর সোশ্যাল পেজে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 3/10

হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত কাশ্মীর। সৌন্দর্যের এই লীলাভূমি ভূস্বর্গ বলা হয়। তাই বলাই বাহুল্য মনামীর ফ্যানেরা ভার্চুয়াল মাধ্যেমেই দু- চোখ ভরে দেখতে পারবেন মনোরম দৃশ্য।

Advertisement
Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 4/10

দুধপথ্রিতে গিয়ে সেখানকার স্থানীয় মেয়ে বিলকিসের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন  মনামী ঘোষ। বোঝাই যাচ্ছে কাশ্মীরের সব রকম ফ্লেবার একেবারে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 5/10

টলিউড ইন্ডাস্ট্রিতে ফ্যাশনিস্তা নামেই পরিচিত মনামী। তাঁর শেয়ার করা বিভিন্ন ফ্যাশনেবল লুকের প্রশংশায় পঞ্চমুখ ফ্যানেরা। এই ট্রিপেও তার অন্যথা হয়নি। সবুজ হাই নেক বেগি হাতা সোয়েটার ও সবুজেরই এক অন্য শেডের ট্রাওজার পরেছেন তিনি।  

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 6/10

পায়ে রয়েছে বুট, কানে কান চাপা ও হাতে গ্লাভস। কাশ্মিরের হাসিন ওয়াডিয়াতে মিশে গিয়েছেন মনামী। আর তার প্রমাণ মিলছে ইন্সটা ভিডিয়োতে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 7/10

কখনও নাচের ভিডিও তো কখনও নিজের ব্লগ শেয়ার করেন অভিনেত্রী‌। তাঁর পোস্ট করা প্রতিটি ছবি ও ভিডিয়ো কিছু সময়ের মধ্যেই মন জিতে নেন অনুগামীদের। 
 

Advertisement
Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 8/10

নিজের লুক নিয়ে করতে ভালবাসেন এক্সপেরিমেন্ট। সাবেকী হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নেটাগরিকদের মধ্যমণী তিনি।

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 9/10

জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-র এই সিজনে বিচারক আসনে রয়েছেন মনামী। আর তা নিয়েই তিনি চরম ব্যস্ত। তবে এই মুহূর্তে শোয়ের অন্য দুই বিচারক মিঠুন চক্রবর্তী ও দেব নিজেদের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায়, তিনিও ছুটি নিয়েছেন সাময়িক।

Monami Ghosh Kashmir Vacation - মনামী ঘোষ
  • 10/10

সম্প্রতি স্টার জলসা পরিবার পুরস্কারে 'সেরা স্টাইল আইকন'-র সম্মান পেয়েছেন তিনি। নেট দুনিয়ায় ট্রোলড হওয়ার থেকে সকলের ভালবাসাই বেশি পান তিনি। ফ্যানেরা প্রতিটি পোস্টেই ভরিয়ে দেন ভার্চুয়াল ভালবাসায়। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement