Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan: এই সময়ে নিজেকে ভাল রাখতে কী করছেন Mom-To-Be নুসরত? দেখুন PHOTOS

  • 1/12

এই মুহূর্তে সাংসদ- অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) জীবনে তোলপাড় চলছে। একদিকে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে তাঁর মা হওয়ার আলোচনা একেবারে তুঙ্গে।  

  • 2/12

তবে একবারই বিবৃতি দেওয়া ছাড়া সরাসরি মুখ খোলেননি তিনি। মাঝে বেশ কয়েকদিন থ্রোব্যাক ছবি ছাড়া নতুন ছবি পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি ধীরে ধীরে একাধিক ছবি সামনে আনছেন নায়িকা। 

  • 3/12

সেই সঙ্গে ছবির ক্যাপশন ও ইন্সটা স্টোরিতে যেন মনের কথা ঘুরিয়ে প্রকাশ করছেন তিনি। সেখানে যেমন আছে সমাজের জন্য বার্তা, তেমন হয়তো বা নতুন অতিথি কিংবা স্বামী নিখিল জৈনের জন্যেও। 

Advertisement
  • 4/12

নুসরতের বেবি বাম্পের (Nusrat Jahan Baby Bump) ছবি আগেই প্রকাশ পেয়েছে। যদিও তা তিনি নিজে পোস্ট করেননি। ইন্ডাস্ট্রির বান্ধবীদের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই বেবি বাম্পের ছবি তোলা হয়। সেটাই প্রকাশ পায়। 

  • 5/12

আর সেই ছবি সামনে আসতেই, ধীরে ধীরে নিজেই প্রকাশ করছেন বেবি বাম্পের ছবি। গত রবিবার প্রথম বেবি বাম্প নিয়ে নিজের ছবি পোস্ট করেন তিনি। মাত্র ঘণ্টা খানেকের মধ্যে সেই ছবি ভাইরাল হয়। তবে পোস্টে ট্রোলের হাত থেকে বাঁচতে পারেননি তিনি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 6/12

এদিকে এত স্ট্রেসের মধ্যে নিজেকে কিছুটা ভাল রাখতে চাইছেন তিনি। সেই জন্যে বেছে নিয়েছেন অন্য পথ। গার্ডেনিংয়ে মন দিয়েছেন 'মম-টু-বি' নুসরত। আর সেই ছবিও তুলে ধরেছেন সোশ্যাল পেজে। 

  • 7/12

 নিজের বাড়ির বাগানে অনেকটা সময় দিচ্ছেন তিনি। জল দেওয়ার পাশাপাশি নিজের হাতে গাছের পরিচর্চা করছেন নায়িকা। এতে মনও যেমন ভাল থাকবে, সেই সঙ্গে চারিদিকে থাকবে পজিটিভিটি। যদিও গাছের প্রতি তাঁর ভালোবাসা কিছুদিন আগে প্রকাশ পেয়েছে যশ দাশগুপ্তের এক ছবিতে। সেই ছবিতেও গাছ নিয়ে কমেন্ট করেছিলেন নুসরত। 
 

Advertisement
  • 8/12

 পোস্ট করা ছবিতে নুসরত ক্যাপশনে লিখেছেন, "নিজেকে ভাল রাখার ক্ষমতা,তোমার নিজেরই আছে"। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 9/12

এছাড়াও আরও একটি ওয়াটার ফটো শ্যুট করেছেন নুসরত জাহান। সেখানে জলের মধ্যে তিনি যেন জলকেলিতে মগ্ন। কালো রঙা লং ড্রেস বেছে নিয়েছেন এই সময় নায়িকা। 

  • 10/12

সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, "নো রিস্ক, নো স্টোরি"! তাহলে কি এই শিরোনামে থাকাটা এখন এনজয় করছেন নুসরত? আর সেই জন্যেই নিজের জীবন নিয়ে এই ঝুঁকি নেওয়া? 

  • 11/12

নতুন এই ভিডিয়োতেও নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। সেখানে যেমন উঠেছে নিখিল, যশের প্রসঙ্গ। বাদ যায়নি তাঁর প্রেগন্যান্সি নিয়ে আলোচনাও। 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement
  • 12/12

নুসরতের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে নতুন অতিথি। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি সাংসদ- নায়িকা। যদিও সমস্ত সত্যি বলবে সময়! 

Advertisement