scorecardresearch
 
টলিউড

Nusrat Jahan: রবিবারে কার সঙ্গে সময় কাটাচ্ছেন নুসরত, জানেন? দেখুন সেই PHOTOS

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 1/8

নির্বাচন কমিশনের ঘোষণার পর মমতা বন্দোপাধ্যায়ও ঘোষণা করেছেন আর রাজনৈতিক সমাবেশে প্রচার করবেন না। তাই রবিবার অনেকটা সময় পেয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বিশেষভাবে কাটাচ্ছেন 'মি টাইম'।

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 2/8

এতদিনের ব্যস্ততার থেকে বিরাম পেয়ে বই পড়ছেন নুসরত। আর সেই ছবিও ইন্সটাতে পোস্ট করে তিনি ফ্যানেদের জিজ্ঞেস করেছেন, তাঁরা কীভাবে রবিবার কাটাচ্ছেন।
 

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 3/8

নায়িকার হাতে রয়েছে 'উইমেন্স ভায়োলেন্স' বইটি। আর তাঁর ফাঁকেই করেছেন ফটো সেশনও। 

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 4/8

নুসরত জাহানের পরনে রয়েছে একটি সাদা শার্ট ড্রেস। একেবারে নো মেকআপ লুকে রয়েছেন তিনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 5/8

এমনিতে বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন সাংসদ তারকা। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই ফ্যানেদের মন জয় করেন তিনি।

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 6/8

সম্প্রতি নিজের আরও একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবিতে তাঁর পিম্পল দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছিলেন, " জীবনে সব যখন ঠিক হয় না, তাহলে আমাদের ত্বক কি করে ঠিক থাকবে..."
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 7/8

 ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও অভিনেত্রী 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন।  

Nusrat Jahan latest news নুসরত জাহান
  • 8/8

গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। ছবিতে স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় দেখা গেছে তাঁদের। এছাড়াও তাঁর পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত' এখন মুক্তির অপেক্ষায়। নুসরতের হাতে রয়েছে আরও দুটি ছবির স্ক্রিপ্ট। কথা এগোলে খুব শীঘ্রই সে বিষয়েও জানাবেন তিনি।