Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan: রবিবারে কার সঙ্গে সময় কাটাচ্ছেন নুসরত, জানেন? দেখুন সেই PHOTOS

  • 1/8

নির্বাচন কমিশনের ঘোষণার পর মমতা বন্দোপাধ্যায়ও ঘোষণা করেছেন আর রাজনৈতিক সমাবেশে প্রচার করবেন না। তাই রবিবার অনেকটা সময় পেয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বিশেষভাবে কাটাচ্ছেন 'মি টাইম'।

  • 2/8

এতদিনের ব্যস্ততার থেকে বিরাম পেয়ে বই পড়ছেন নুসরত। আর সেই ছবিও ইন্সটাতে পোস্ট করে তিনি ফ্যানেদের জিজ্ঞেস করেছেন, তাঁরা কীভাবে রবিবার কাটাচ্ছেন।
 

  • 3/8

নায়িকার হাতে রয়েছে 'উইমেন্স ভায়োলেন্স' বইটি। আর তাঁর ফাঁকেই করেছেন ফটো সেশনও। 

Advertisement
  • 4/8

নুসরত জাহানের পরনে রয়েছে একটি সাদা শার্ট ড্রেস। একেবারে নো মেকআপ লুকে রয়েছেন তিনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 5/8

এমনিতে বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন সাংসদ তারকা। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই ফ্যানেদের মন জয় করেন তিনি।

  • 6/8

সম্প্রতি নিজের আরও একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবিতে তাঁর পিম্পল দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছিলেন, " জীবনে সব যখন ঠিক হয় না, তাহলে আমাদের ত্বক কি করে ঠিক থাকবে..."
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 7/8

 ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও অভিনেত্রী 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন।  

Advertisement
  • 8/8

গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। ছবিতে স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় দেখা গেছে তাঁদের। এছাড়াও তাঁর পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত' এখন মুক্তির অপেক্ষায়। নুসরতের হাতে রয়েছে আরও দুটি ছবির স্ক্রিপ্ট। কথা এগোলে খুব শীঘ্রই সে বিষয়েও জানাবেন তিনি।

Advertisement