scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Controversial Celebs of 2021: কঙ্গনা থেকে আরিয়ান! ২০২১-এ শিরোনামে ছিলেন এই 'বিতর্কিত' বলি তারকারা

বিতর্কিত মন্তব্য
  • 1/7

বিতর্কিত মন্তব্য, ড্রাগ মামলা, পর্ন কাণ্ড, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বিতর্ক- বলিউড জুড়ে বছরভর শিরোনামে ছিল এই খবরগুলিই। আর তাতে নাম জড়ায় বলিউডের খ্যাত বিখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের। বছর শেষে দেখা নেওয়া যাক কোন বলি তারকাদের নিয়ে তোলপাড় হল ২০২১-এ। কারা ছিলেন শিরোনামের শীর্ষে।
 

এ বছর
  • 2/7

এ বছর বিতর্কের শীর্ষে ছিলেন ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় ভোট-পরবর্তী পশ্চিমবঙ্গের হিংসার ভিডিও শেয়ার করার পরে তার ট্যুইটার অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়। ট্যুইটার তাঁর মন্তব্যকে ‘ঘৃণা ও অপমানজনক’ বলে অভিহিত করেন। এর আগে ভারতে কৃষক আন্দোলন নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। নেটিজেনদের ক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে।
 

শাহরুখ খান
  • 3/7

শাহরুখ খান এবং গৌরী খানের সুপুত্র আরিয়ান খানকে (Aryan Khan) ২ অক্টোবর মুম্বইতে ড্রাগ মামলায় গ্রেফতার করে NCB। তাঁর বিরুদ্ধে বিলাসবহুল ক্রুজে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। তবে পরে ২৮ অক্টোবর (গ্রেপ্তার হওয়ার ২৫ দিন পরে) আরিয়ানকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট।
 

Advertisement
মাদক মামলায়
  • 4/7

মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করার পর অনন্যা পান্ডের (Ananya Pandey) বাড়িতেও এনসিবি হানা দেয়। তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে অনন্যাকেও জেরা করে এনসিবি। যদিও, পরে ড্রাগ কেনা বেচার বিষয়ে জড়িত নন বলে দাবি করেন।
 

রাজ কুন্দ্রা
  • 5/7

রাজ কুন্দ্রাকে  চলতি বছর ১৯ জুলাই পর্ন ফিল্ম মামলায় গ্রেফতার করা হয়। যদিও পরে তিনি জামিন পান। কয়েক মাস পর, শার্লিন চোপড়া তাঁর ওপর বলিউড তারকা শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ মানসিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ তোলেন। ৭৫ কোটি টাকা চেয়ে আইনি নোটিশও পাঠানো হয়। তবে শিল্পা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।
 

জ্যাকলিন
  • 6/7

জ্যাকলিন ও সুকেশের প্রেমের চর্চার মধ্যে বিতর্কে জড়ালেন তাঁরা। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে এখনও সরগরম বলিপাড়া। কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলাতেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। কয়েক কোটি টাকার উপহার থেকে হোটেলবাস, জ্যাকলিন-সুকেশের কেচ্ছায় সরগরম বলিউড। যদিও, এই মামলায় নাম জড়িয়েছে নোরা ফতেহিরও।
 

কমেডিয়ান
  • 7/7

কমেডিয়ান বীর দাসের 'টু ইন্ডিয়াস' নিয়ে বিতর্ক ওঠে বলি থেকে রাজনৈতিক শিবিরে। ক্রমশ রাজনৈতিক হয় পড়ে তাঁর একটিই ভিডিও। ট্রোলাররা তাঁকে 'দেশদ্রোহী' বলে ট্রোল করতেও পিছ পা হননি। 
 

Advertisement