scorecardresearch
 

'আবার বছর কুড়ি পরে' দেখা হবে আবির,তনুশ্রী,অর্পিতা, রুদ্রনীলের!

ছোটবেলায় আমরা আমাদের বন্ধুদের সঙ্গে শেষবারের মতো কবে একসাথে খেলতে বাইরে গিয়েছিলাম, সেটা হয়তো কারও মনে নেই। সেই আবেগের সাগরে ডুব দিতেই আসছে শ্রীমন্ত সেনগুপ্তর (Srimanta Sengupta) নতুন ছবি 'আবার বছর কুড়ি পরে' (Abar Bochhor Koori Pore)। মুখ্য চরিত্রে অভিনয়ে রয়েছেন আবির চ্যাটার্জী (Abir Chatterjee), অর্পিতা চ্যাটার্জী (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ছাড়াও আরও অনেকে। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

Advertisement
'আবার বছর কুড়ি পরে'-ছবিতে আবির,তনুশ্রী, রুদ্রনীল, অর্পিতা 'আবার বছর কুড়ি পরে'-ছবিতে আবির,তনুশ্রী, রুদ্রনীল, অর্পিতা
হাইলাইটস
  • কুড়ি বছর আগের বন্ধুদের রিইউনিয়ন নিয়ে আসছে নতুন ছবি।
  • ছবির নাম 'আবার বছর কুড়ি পরে'।
  • মুখ্য চরিত্রে রয়েছেন আবির,তনুশ্রী,অর্পিতা, রুদ্রনীল।

ছোটবেলায় আমরা আমাদের বন্ধুদের সঙ্গে শেষবারের মতো কবে একসাথে খেলতে বাইরে গিয়েছিলাম, সেটা হয়তো কারও মনে নেই। সেই আবেগের সাগরে ডুব দিতেই আসছে শ্রীমন্ত সেনগুপ্তর (Srimanta Sengupta) নতুন ছবি 'আবার বছর কুড়ি পরে' (Abar Bochhor Koori Pore)। মুখ্য চরিত্রে অভিনয়ে রয়েছেন আবির চ্যাটার্জী (Abir Chatterjee), অর্পিতা চ্যাটার্জী (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ছাড়াও আরও অনেকে। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শ্যুটিং।

নতুন এই ছবিটিতে স্কুল বন্ধুদের একটি গ্রুপের রিইউনিয়ন হবে যারা তাঁদের নিজ নিজ জীবনের অশান্তিতে প্রাণ খুলে হাসতেও ভুলে গিয়েছিলেন। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফের তাঁরা সিদ্ধান্ত নেন, নিজেদের প্রাপ্তবয়স্ক জীবনের একঘেয়েমি থেকে ২০ বছর পরে তাঁদের সোনালী দিনগুলিতে পুনরায় ফেরত পেতে।

আবার বছর কুড়ি পরে

অরুণ এমন একজন ব্যক্তি যিনি সফল হতে একেবারে শূন্য থেকে কাজ শুরু করেছেন। তবে কর্পোরেট দুনিয়ার ক্রমবর্ধমানতায় হারিয়ে গিয়েছেন। অন্যদিকে বনি, একজন ডাক্তার। তাঁর রোজকার ব্যস্ততায়,জীবনের কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সে। 

নীলা তাঁর স্বামী, সন্তানদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত সে। ছবির আরও একটি চরিত্র দত্তা, শুধুমাত্র কলকাতায় থাকেন। দীর্ঘদিন ধরে সে একটি রিইউনিয়নের প্ল্যান করছেন। বিভিন্ন শহরে থাকা এই বন্ধুরা কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আবার এক জায়গায় হয়, তা এই ছবিতে বিশেষভাবে দেখা যাবে।

আবার বছর কুড়ি পরে

শ্রীমন্ত সেনগুপ্ত  পরিচালনায়, পিএসএস এন্টারটেইনমেন্টস এবং প্রোমোড ফিল্মের প্রযোজনায় এই ছবি 'আবার বছর কুড়ি পড়ে' নব্বইয়ের দশকের শেষের দিকের কলকাতার প্রেক্ষাপট, স্কুলের বন্ধুবান্ধব, নস্টালজিয়া এবং কয়েকটি অন্যান্য নানা ট্যুইস্ট নিয়ে তৈরি হবে। 

Advertisement


মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, রবি শাহ, স্বপ্না বসু, আর্য দাশগুপ্ত, পুশন দাশগুপ্ত, দিব্যশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বণিক ছাড়াও আরও অনেকে।

আবার বছর কুড়ি পরে

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন  শ্রীমন্ত সেনগুপ্ত এবং মোনালি সেন চৌধুরী। সংলাপও নিজেই লিখেছেন শ্রীমন্ত। সিনেমাটোগ্রাফি করেছেন প্রতীপ মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য।

পিএসএস-এর প্রথম ছবি 'সোয়েটার' দর্শকদের মন যথেষ্ট ছুঁয়েছে। তাই এই ছবি নিয়েও আশাবাদী সকলে। এখনও ছবি মুক্তির সঠিক তারিখ জানা যায়নি। তবে সব ঠিক থাকলে এই বছরই মুক্তি পাবে 'আবার বছর কুড়ি পরে'। 

Advertisement