scorecardresearch
 

মালদ্বীপে গিয়ে করোনা আক্রান্ত ঐন্দ্রিলা, আটকে রিসর্টে

নিয়ম অনুযায়ী ফ্লাইট ধরার আগে করোনা পরীক্ষা করাতে হবে। ২৬ তারিখ ঐন্দ্রিলা এবং অঙ্কুশ করোনা পরীক্ষা করান। অঙ্কুশ নেগেটিভ হলেও করোনা পজিটিভ হন ঐন্দ্রিলা। যদিও তিনি এ কথা বিশ্বাসই করতে পারছেন না।

Advertisement
অঙ্কুশ-ঐন্দ্রিলা অঙ্কুশ-ঐন্দ্রিলা
হাইলাইটস
  • অঙ্কুশের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী
  • ফেরার আগের দিন করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ
  • আপাতত তাঁরা রিসর্টেই আইসোলেশনে রয়েছেন।

ছুটি কাটানো সব সময় ভালো অভিজ্ঞতা হয় না। মাঝে মাঝে খারাপ অভিজ্ঞতাও ঘটে। যেমন হল ঐন্দ্রিলা সেনের ক্ষেত্রে। অঙ্কুশের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফেরার আগের দিন করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ। আশ্চর্যজনক ভাবে নেগেটিভ রিপোর্ট আসে অঙ্কুশের। আপাতত তাঁরা রিসর্টেই আইসোলেশনে রয়েছেন।

ঐন্দ্রিলা জানান, ২৭ মার্চ তাঁদের ফিরে আসার কথা ছিল। নিয়ম অনুযায়ী ফ্লাইট ধরার আগে করোনা পরীক্ষা করাতে হবে। ২৬ তারিখ ঐন্দ্রিলা এবং অঙ্কুশ করোনা পরীক্ষা করান। অঙ্কুশ নেগেটিভ হলেও করোনা পজিটিভ হন ঐন্দ্রিলা। যদিও তিনি এ কথা বিশ্বাসই করতে পারছেন না। ঐন্দ্রিলা বলেন, 'আমার কোনও দুর্বলতা নেই, জ্বর নেই। জানি না এটা কী ভাবে হল। এখনও রিপোর্ট হাতে পাইনি। আমায় টেলিফোন করে জানানো হয়েছে রিপোর্টের বিষয়ে। আমরা রিসর্টেই আইসোলেশনে রয়েছি। রিপোর্ট নেগেটিভ আসার পরই আমরা কলকাতা ফিরতে পারব। যা হতে প্রায় ২ সপ্তাহ লেগে যাবে।'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

তিনি আরও জানিয়েছেন, এত অসুবিধার মধ্যেও অঙ্কুশ রিসর্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যাতে তাঁর জন্য জন্মদিনের কেকের ব্যবস্থা করা হয়। জন্মদিনের মায়ের কাছে থাকা খুব মিস করছেন ঐন্দ্রিলা। তিনি বলেন, 'ভগবানের কাছে একটাই প্রার্থনা সুস্থ শরীরে যেন বাড়ি ফিরতে পারি।'

Advertisement

 

Advertisement