scorecardresearch
 

১৭ বছর পর ছোট পর্দায়, কী ভূমিকায় ফিরছেন দেবেশ?

প্রায় ১৭ বছর পর আবার ছোটপর্দায় কামব্যাক করছেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। ধ্রুপদী গানের শিক্ষক শশাঙ্কশেখর দেবরায়ের ভূমিকায় তিনি। সান বাংলার নতুন ধারাবাহিক 'হারানো সুর'-এ দেখা যাবে দেবেশ চট্টোপাধ্যায়কে।

Advertisement
১৭ বছর পর ছোট পর্দায় দেবেশ চট্টোপাধ্যায় (ছবি-ফেসবুক) ১৭ বছর পর ছোট পর্দায় দেবেশ চট্টোপাধ্যায় (ছবি-ফেসবুক)
হাইলাইটস
  • প্রায় ১৭ বছর পর আবার ছোটপর্দায় কামব্যাক করছেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।
  • সান বাংলার নতুন ধারাবাহিক 'হারানো সুর'-এ ধ্রুপদী শিল্পীর চরিত্রে তিনি।
  • ''লকডাউনেই সবটা হল। এমন সুযোগ হাতছাড়া করতে পারলাম না।'' বললেন দেবেশ চট্টোপাধ্যায়।

প্রায় ১৭ বছর পর আবার ছোটপর্দায় কামব্যাক করছেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। ধ্রুপদী গানের শিক্ষক শশাঙ্কশেখর দেবরায়ের ভূমিকায় তিনি। সান বাংলার নতুন ধারাবাহিক 'হারানো সুর'-এ দেখা যাবে দেবেশ চট্টোপাধ্যায়কে।

শশাঙ্ক শেখর দেবরায়। ধ্রুপদী সঙ্গীতশিল্পী। সঙ্গীতই যাঁর কাছে ধ্যান জ্ঞান। এই চরিত্র দিয়েই ছোট পর্দায় কামব্যাক করছেন দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেল, ২০০৩-এ 'নীল সীমানা' ধারাবাহিকে শেষ অভিনয়। এরপর আর সেভাবে ছোট পর্দার জন্য অভিনয় করা হয়নি। পরে অবশ্য জনপ্রিয় ধারাবাহিক 'মা'-তে ছোট একটা চরিত্র করলেও, মঞ্চ, সিনেমা নিয়েই বেশ ছিলেন। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন তিনি। 

ছোট পর্দায় ফেরার সুযোগ এল কীভাবে জানতে চাইলে তাঁর কথায়, ''লকডাউনেই সবটা হল। এই সময়ে চিত্রনাট্যকার অদিতি মজুমদার যোগাযোগ করেন। শশাঙ্কশেখরের চরিত্র বোঝান। প্রথমে একটু দ্বিধা বোধ করলেও অভিনয়ের কথা ভেবেই আবার ফেরা।'' 

এতদিন পর ছোটপর্দা... কেমন দেখছেন? ''পাল্টেছে অনেক কিছুই। তবে আমি যে কাজটা করছি বেশ ভাল লাগছে, সম্মান দিচ্ছে। দায় সাড়া ভাবে অভিনয় নয়। ভালবেসে কাজ করছে পুরো টিম।'' 

'হারানো সুর’-এর চিত্রনাট্য গান নির্ভর। ধ্রুপদী সঙ্গীতের দিকপাল শশাঙ্ক শেখর নিজেকে উত্সর্গ করেছেন সঙ্গীতে। শশাঙ্ক শেখরের পছন্দ হয় অহনাকে। অহনাও ছোট থেকেই গান অন্ত প্রান। অহনাকে ছেলে নক্ষত্র-র বউ করে নিয়ে আসবেন মনে করেন শশাঙ্কশেখর। অন্যদিকে নক্ষত্র জনপ্রিয় আধুনিক গানের জগতে। বিয়ের পরে বাবার কাছে গানের তালিম নিতে গিয়ে নক্ষত্র হেরে যায়। জিতে যায় শশাঙ্কশেখরের পুত্রবধূ অহনা। অপমানিত বোধ করে নক্ষত্র। এবার কী করবে নক্ষত্র? কীভাবেই বা সামলাবে অহনা? নক্ষত্র এবং অহনার চরিত্রে প্রিয় বন্দ্যোপাধ্যায় ও শর্মিষ্ঠা আচার্য। ৭ ডিসেম্বর থেকে সান বাংলায় শুরু হচ্ছে হারানো সুর।

Advertisement

দেবেশ চট্টোপাধ্যায় বাংলা থিয়েটারের অন্যতম প্রতিভাবান নাট্যকার। তাঁর শৈল্পিক ছোঁয়ায় থিয়েটারের মঞ্চ আলাদা রূপ পায়। 'সওদাগরের নৌকো', 'তুঘলক', 'বিকেলে ভোরের সর্ষে ফুল', 'শের আফগান', 'ফ্যাতাড়ু', 'চাঁদ মনসার কিসসা', 'কোথাকার চরিত্র কোথায় রেখেছ', 'দেবী সর্পমস্তা', 'ব্রেইন' এমন একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে তাঁর নির্দেশনাতেই। তাঁর পরিচালনাতেই বাংলা চলচ্চিত্র পেয়েছে 'নাটকের মতো', 'ইয়ে' ছবি। তাঁর দক্ষ অভিনয়ের কারিগুরির দেখা মিলেছে 'চ্যাপলিন', 'হারবার্ট'-এর মতো চলচ্চিত্রে। আবার বাংলার দর্শক তাঁকে পেতে চলেছে নতুন ভাবে। 

Advertisement