উইকেন্ডে কী করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন...

শৈশবের দিনে ফিরে গেলেন টলিউডের আর এক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। রবিবার ছোটদের পার্কে দোলনায় দুলে উঠলেন কপোত-কপোতী।

Advertisement
উইকেন্ডে কী করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন...অঙ্কুশ-ঐন্দ্রিলা
হাইলাইটস
  • শৈশবের দিনে ফিরে গেলেন টলিউডের আর এক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা।
  • অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়েও চলছে গুঞ্জন। নতুন বছরে নাকি চার হাত এক হতে চলেছে।
  • 'লখড়ি কি কাঠি' গানে দুলে উঠেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার দোলনা।

শৈশবের দিনে ফিরে গেলেন টলিউডের আর এক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। রবিবার ছোটদের পার্কে দোলনায় দুলে উঠলেন কপোত-কপোতী।

টলিগঞ্জে এখন বিয়ের মরশুম। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়েও চলছে গুঞ্জন। নতুন বছরে নাকি চার হাত এক হতে চলেছে। এই জল্পনাতে নিজেই ইন্ধন দিয়েছেন অঙ্কুশ। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানাতে লেখেন, ''শুভেচ্ছা বন্ধু, তোমায় দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। খুব তাড়াতাড়ি দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।'' 

তাছাড়া নিজেদের সম্পর্ক নিয়ে কোনদিনই লুকোছাপা করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার সঙ্গে নানা ধরনের খুনসুটি, মজার ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনভাবেই নতুন ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। ভিডিওয় দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার সঙ্গে একটি পার্কে দোলনায় চড়েছেন অঙ্কুশ। ব্যাকগ্রাউন্ডে 'লখড়ি কি কাঠি' গান।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, 'সপ্তাহন্তে এইভাবেই সময় কাটালাম আমরা, শৈশবই সেরা'।

প্রসঙ্গত, কিছু দিন আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে এসেছে নতুন সদস্য। একটি এসইউভি কিনেছেন দুজনে। সোশ্যাল পেজে পোস্ট করেছিলেন সে ছবিও। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

খুব তাড়াতাড়ি বড় পর্দায় 'ম্যাজিক' দেখাতে হাজির হবেন এই জুটি। রাজা চন্দ পরিচালিত এই নতুন ছবিতে প্রথমবার পর্দায় জুটিতে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। 

POST A COMMENT
Advertisement