Aparajita Adhya: 'হৃদয় ভেজে প্রেমের ছায়ায়...', বৃষ্টিস্নাত অপরাজিতা নেচে উঠলেন ছাদে, বোল্ড লুকে বললেন প্রেমের কথা

Aparajita Adhya: অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। অনেক ছাত্র- ছাত্রীও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। নাচের ভিডিও থেকে শুরু রোজকার জীবনের নানা মুহূর্ত নিয়মিত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। 

Advertisement
বৃষ্টিস্নাত অপরাজিতা নেচে উঠলেন ছাদে, বোল্ড লুকে বললেন প্রেমের কথা অপরাজিতা আঢ্য (ছবি: ফেসবুক)

ছোট- বড় দুই পর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য। দু'দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন অভিনয়ের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। অনেক ছাত্র- ছাত্রীও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। নাচের ভিডিও থেকে শুরু রোজকার জীবনের নানা মুহূর্ত নিয়মিত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। 

আষাঢ় পড়তেই বর্ষার আগমন হয়েছে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিমুখর দিনে বৃষ্টিস্নাত অপরাজিতা। বাড়ির ছাদেই নেচে উঠলেন 'ভিগি ভিগি রাতো ম্যায়'-র তালে। অভিনেত্রীর পরনে ওয়ান শোল্ডার ফ্লোরাল কাফতান ড্রেস। খোলা চুলের সঙ্গে প্রাণোচ্ছল হাসি, এখনও যেন তাঁর বয়স কুড়ি বছর কম লাগছে। ক্যাপশনে লিখেছেন, "বৃষ্টি নামে স্নিগ্ধ ছোঁয়ায়, হৃদয় ভেজে প্রেমের ছায়ায়। বাদলের সুরে গান গেয়ে যায়, ভেজা হাওয়ায় মন হারায়।"

অপরাজিতা আঢ্যর ফ্যানেদের সংখ্যা বিপুল। তবু কম কটাক্ষের শিকার হন না তিনি। নেটমাধ্যমে কোনও পোস্ট করার পরে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও করেন বহু মানুষ। ফলে কমেন্ট সেকশন হাইড করে রেখেছেন তিনি। 

 

প্রসঙ্গত, ১৯৯৭ সালে স্বপন সাহার 'মনের মানুষ' ছবিতে দেখা যায় অপরাজিতা আঢ্যকে। এরপর ১৯৯৯ সালে ছোট পর্দায় ডেবিউ করেন 'এক আকাশের নিচে' ধারাবাহিকের মাধ্যমে। এরপর তাঁকে আর থেমে থাকতে হয়নি। অভিনেত্রীকে শেষবার টেলিভিশনে দেখা যায় 'জল থই থই ভালোবাসা' মেগাতে। এই প্রথম নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তাও বড় পর্দায়- মুখ্য চরিত্রে। ছবির নাম 'বানসারা'। আতিউল ইসলাম পরিচালিত এই ছবিতে একজন বড় মাফিয়া চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। উল্টো দিকে পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। 


 

POST A COMMENT
Advertisement