Soham Chakraborty: সোহম-তনয়ার দাম্পত্যের ১২ বছর, স্ত্রীকে আদর করে কী নামে ডাকেন নায়ক?

Soham Chakraborty: টলিপাড়ায় একদিকে যখন দীর্ঘদিনের সম্পর্কেও চিড় ধরছে, অপরদিকে একসঙ্গে কীভাবে পথ চলতে হয় তা দেখিয়ে দিলেন টলিপাড়ার হরলিক্স বয় সোহম চক্রবর্তী। অভিনেতা ও তাঁর স্ত্রী তনয়ার বৈবাহিক জীবন নয় নয় করে পা দিল ১২ বছরে।

Advertisement
সোহম-তনয়ার দাম্পত্যের ১২ বছর, স্ত্রীকে আদর করে কী নামে ডাকেন নায়ক?সোহম ও স্ত্রী তনয়া
হাইলাইটস
  • ভালবাসা ও বিশ্বাসে ভর করেই সোহম-তনয়া তাঁদের বিয়ের একযুগ পার করল।

টলিপাড়ায় একদিকে যখন দীর্ঘদিনের সম্পর্কেও চিড় ধরছে, অপরদিকে একসঙ্গে কীভাবে পথ চলতে হয় তা দেখিয়ে দিলেন টলিপাড়ার হরলিক্স বয় সোহম চক্রবর্তী। অভিনেতা ও তাঁর স্ত্রী তনয়ার বৈবাহিক জীবন নয় নয় করে পা দিল ১২ বছরে। ভালবাসা ও বিশ্বাসে ভর করেই সোহম-তনয়া তাঁদের বিয়ের একযুগ পার করল। দুই সন্তানের মা-বাবা তনয়া ও সোহম। কিন্তু আজও তাঁদের বিয়ের সম্পর্ক অটুট। শনিবার ছিল তাঁদের বৈবাহিক জীবনের ১২ বছরের পূর্তি। আর এইদিন সোহম আদুরে শুভেচ্ছা জানালেন তাঁর স্ত্রী তনয়াকে। আর স্ত্রীকে ডাকলেন এক বিশেষ নামে। 

টলিপাড়ার নায়ক সোহম হলেও তাঁর স্ত্রী তনয়া কিন্তু একেবারেই লাইমলাইট থেকে দূরেই থাকেন। মিষ্টি মুখের মেয়ে তনয়ার সঙ্গে অভিনেতার প্রেম সেই ছোটবেলার। অনেক ছোট বয়সেই সোহম প্রেম নিবেদন করেন তনয়াকে।  ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে বিয়ে করেন সোহম তনয়া। দুই সন্তান তাঁদের সাঁঝ এবং আদিয়াশ। এবার সেই বিয়ের ১২ বছরের বিবাহ বার্ষিকীতে সোহম তাঁর স্ত্রীয়ের সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন। 

সোহম যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা গিয়েছে স্ত্রী তনয়াকে জড়িয়ে আছে অভিনেতা। এরপর তিনি লেখেন, একসঙ্গে কাটানো সবচেয়ে ভালো ১২টি বছর। তা সে ভালো সময় হোক বা মন্দ, আমার জীবনের এই সফরে সবসময় তুমি পাশে থেকেছো। পুচকু যতদিন বেঁচে থাকবো তোমার এই হাত যেনো আমার হাতটা ধরে থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। হ্যাঁ, সোহম তাঁর স্ত্রীকে আদর করে পুচকু বলেই ডাকেন। নিজের এই বক্তব্যের একেবারে শেষে তনয়াকে ট্যাগ করে সোহম লেখেন, আই লাভ ইউ জান। শনিবার তাঁদের এই বিশেষ দিনে কালীঘাটে পুজো দিতেও দেখা যায়। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soham Chakraborty (@myslfsoham)

Advertisement

প্রেম-বিয়ে মিলিয়ে মোট ১৮ বছরের সম্পর্ক সোহম ও তনয়ার। সেদিক থেকে দেখতে গেলে তাঁদের এই সম্পর্ক এবার সাবালক হল। দুই সন্তান তাঁদের সাঁঝ এবং আদিয়াশ। বিনোদুনিয়ার বিরুদ্ধে বারবার প্রেম, বিয়ে ভাঙার অভিযোগ উঠলেও সোহম তনয়া ওই তালিকায় পড়েন না। সমস্ত উত্থান পতন একসঙ্গে সামলেছেন তাঁরা। প্রথম সারির প্রায় সব নায়িকাদের সঙ্গে কাজ করলেও কখনো কারোর সঙ্গেই নাম জড়ায়নি সোহমের। অভিনয়-রাজনীতির পাশাপাশি সোহম সবসময়ই নিজের পরিবারকে সময় দিতেই ভালোবাসেন। এক সংবাদমাধ্যমকে সোহম বলেন যে, মান-অভিমান, রাগ-দুষ্টুমি – এতেই সম্পর্ক পরিণত হয়। আন্তরিকতা ও বিশ্বাস থাকলেই প্রেম বা বিয়ে টিকে যায়। এর জোরেই সবকিছু চলে।  

POST A COMMENT
Advertisement