Koel Mallick Film Box Office Collection: কতটা সফল 'স্বার্থপর'? জানুন কোয়েলের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন

Tollywood Movie Report: যে কোনও উৎসব মানেই ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি।

Advertisement
কতটা সফল 'স্বার্থপর'? জানুন কোয়েলের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন  'স্বার্থপর'-র বক্স অফিস রিপোর্ট

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এমাসেই শেষ হয়েছে। এবারের পুজোয় মুক্তি পেয়েছিল চারটি বাংলা ছবি। ইন্ডাস্ট্রির ঐক্য নিয়ে নানা কথা হলেও, এক্ষেত্রে ঠান্ডা লড়াই বা নাম না করে বাকযুদ্ধ, অভিযোগ- পাল্টা অভিযোগ কারও চোখ এড়াইনি। এখনও কিছু প্রেক্ষাগৃহে সেই ছবিগুলির মধ্যে কিছু কিছু চলছে। যে কোনও উৎসব মানেই ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি।

এবছর কালীপুজোয় মুক্তি পেয়েছে একটি বাংলা ছবি। তাবড় অভিনেতাদের নিয়ে কিছুটা নিরাপদ সময়ে মুক্তি পেলেও, বাকি দক্ষিণী ও হিন্দি ছবির সঙ্গে টেক্কা দিতে হচ্ছে। তবে এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'স্বার্থপর'  বাংলা ছবির এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।

আরও পড়ুন:  'হোস্ট' রাজ ও শুভশ্রী! ঘরোয়া আড্ডায় হালকা মেজাজে তাবড় টলি সেলেবরা

 ছবি: স্বার্থপর

* প্রযোজনা সংস্থা: সুরিন্দর ফিল্মস  
 
* পরিচালক: অন্নপূর্ণা বসু 

* অভিনয়ে: কোয়েল মল্লিক, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী 

 

Sharthopor

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.২৩ কোটি  

* ভারতে নেট কালেকশন- ০.২১ কোটি 

* বাংলায় নেট কালেকশন- ০.২১ কোটি

মুক্তির পরে প্রথম দিনে 'স্বার্থপর'-র কালেকশন ছিল ০.০৭ কোটি, দ্বিতীয় দিনে এই ছবির কালেকশন ছিল ০.০৫ কোটি এবং তৃতীয় দিনে কালেকশন ছিল ০.০৯ কোটি। 

আরও পড়ুন:  ঋতুপর্ণার সঙ্গে শত্রুতা আছে? বহু বছরের গুঞ্জনে এবার সজাসাপ্টা রচনা

দীর্ঘদিন পরে পারিবারিক ছবিতে কাজ করলেন কোয়েল মল্লিক। নিশপাল সিংয়ের প্রযোজনায়, সুরিন্দর ফিল্মসের ব্যানারে মুক্তিপ্রাপ্ত 'স্বার্থপর' ড্রামা-ইমোশন ঘরানার৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবির প্রথম ঝলক এবং এরপর টিজার- ট্রেলার মুক্ত পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। 

Advertisement

আরও পড়ুন: মাদুরে বসে ফোঁটা নিচ্ছেন দেব! কোয়েলে ছেলে- মেয়ের আদুরে মুহূর্ত, তারকাদের ভাইফোঁটার ঝলক

কালীপুজো ও ভাইফোঁটার সময়কালে কোয়েলের এই ছবিটির লক্ষ্মীলাভ বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.২৩ কোটি। যদি এই সবকটা দিনেই বাঙালির চরম ব্যস্ততা ছিল এবং সেই সঙ্গে কর্ম দিবস ছিল। এবার আসল পরীক্ষা সপ্তাহান্তে। ২৫ ও ২৬ অক্টোবর শনি ও রবিবার। ছুটির দিনে দর্শক কতটা হলমুখী হন এবং কতটা আয় হয়, সেটাই এখন দেখার।   
    

 

POST A COMMENT
Advertisement