scorecardresearch
 

Byomkesh Hatyamancha Teaser: চেনা গল্পের অচেনা শেষ! ৪ বছর পর আসছেন ব্যোমকেশ

Byomkesh Hatyamancha Teaser: নাটক মঞ্চস্থ হওয়ার মাঝেই খুন! চার বছর পর সেই মঞ্চেই হত্যা রহস্য সমাধান করতে আসছে ব্যোমকেশ বক্সী। সদ্য মুক্তি পেয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ ছবির টিজার। পরিচালনায় অরিন্দম শীল। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক।

Advertisement
চেনা গল্পের অচেনা শেষ! ৪ বছর পর আসছেন ব্যোমকেশ চেনা গল্পের অচেনা শেষ! ৪ বছর পর আসছেন ব্যোমকেশ

নাটক মঞ্চস্থ হওয়ার মাঝেই খুন! চার বছর পর সেই মঞ্চেই হত্যা রহস্য সমাধান করতে আসছে ব্যোমকেশ বক্সী। সদ্য মুক্তি পেয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ ছবির টিজার। পরিচালনায় অরিন্দম শীল। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। আগামী ১১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ নিয়ে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ফিরছেন। তবে এবারের গল্প একটু হলেও আলাদা। সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই গা হাত পায়ে কাঁটা দেওয়ার জোগাড়। ঘটে যাওয়া খুনের পুনারভিনয়ের মাধ্যমেই সত্যের সন্ধান করবেন সত্যান্বেষী। অপরাধী ধরতে নিজেই খেলা সাজিয়েছেন ব্যোমকেশ। হত্যামঞ্চে – হত্যার কিনারা করতেই ব্যোমকেশ আসছেন।

১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? এরপরই মামলার গভীরে প্রবেশ করে ব্যোমকেশ। প্রেম, বিশ্বাসঘাতকতা, একে একে পুরোটা প্রকাশ্যে আসে। ব্যোমকেশের হাতে কীভাবে রহস্য উন্মোচন হবে, তা সমাধানই গল্পের মূল বিষয়।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ অবলম্বনে  নির্মিত ব্যোমকেশ হত্যামঞ্চ। আবির ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার, পাওলি দাম। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দ, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়। পরিচালনা করছেন অরিন্দম শীল। ব্যোমকেশ অনুরাগী মাত্রেই জানবেন, এই গল্পটি শেষ করে যেতে পারেননি শরদিন্দু। সেই অসমাপ্ত গল্পকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। সে দিক থেকে এই গল্পের শেষটা জানেন না দর্শকরা। তাই এক অর্থে এই কাহিনি দর্শকদের হলমুখী করতে পারে। কারণ অনেকেই জানতে চাইবেন গল্পের পুনর্নিমাণ শেষ পর্যন্ত কেমন হল। আর কে না জানে, শেষ ভালো যার, সব ভালো।

Advertisement

 

Advertisement