New Bangla Movie: ছিটমহলের পটভূমিতে তৈরি হবে ছবি, মাতৃভাষা দিবসে প্রকাশ্যে এল 'দাফান'-র লুক

New Bangla Movie: ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড অর্থাৎ ছিটমহলের পটভূমিতে আসছে সুজয় পাল ও অংশমান বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি 'দাফান'। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং। 

Advertisement
ছিটমহলের পটভূমিতে তৈরি হবে ছবি, মাতৃভাষা দিবসে প্রকাশ্যে এল 'দাফান'-র লুক   অঙ্কিতা চক্রবর্তী, অনুভব কাঞ্জিলাল ও অনুষ্কা চক্রবর্তী

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। এই বিশেষ দিন সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য একটি গৌরবময় দিন। ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড অর্থাৎ ছিটমহলের পটভূমিতে আসছে সুজয় পাল ও অংশমান বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি 'দাফান' (Dafan)। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং। 

'দাফান'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে। ওসেনিক মিডয়া সলিউশনস ও মোজোটেল এন্টারটেইনমেন্টসের প্রযোজনায় তৈরি হবে ছবিটি। থ্রিলারধর্মী এই ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বাণীব্রত আদক। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। 

আরও পড়ুন: পরিচালনায় আসবেন অনির্বাণ চক্রবর্তী?

কেমন হবে ছবির গল্প? মধ্যরাতে তিন বন্দুকধারী এবং একজন মহিলা একটি অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে। তারা সরকারের কাছে তাদের কথা শোনাতে চায়। অ্যাম্বুলেন্সে বন্দি করা হয় এক অন্ত:সত্ত্বা মহিলা আর তার স্বামীকে। রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের সঙ্গে সামাজিক-রাজনৈতিক ভণ্ডামির গল্প 'দাফান'।

আরও পড়ুন:  'নির্মাতারা ভাল সাহিত্যে হাত দিতেও ভয় পায় ট্রোল হওয়ার ভয়ে'

পরিচালকদের মতে, "বাস্তববাদ, পরাবাস্তবতা এবং জাদু বাস্তবতার মিশ্রণে এই ছবিটি দর্শকদের জন্য আকর্ষক ভিজ্যুয়াল ট্রিট হবে। সুমনা কাঞ্জিলাল, এবং অংশুমান বন্দ্যোপাধ্যায়ের সৃজনশীল সৃষ্টির সঙ্গে, শুভদীপ নস্কর পর্দায় আরও একটি মনোমুগ্ধকর চিত্রকর্ম তৈরি করতে প্রস্তুত। অমিত -ঈশান দর্শকদের মন্ত্রমুগ্ধ করার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর বাঁধবেন।" 

 

POST A COMMENT
Advertisement