Dev- Subhashree- Rukmini: রুক্মিণীর অনিচ্ছার জন্যই এতদিন মুক্তি পায়নি দেব- শুভশ্রীর 'ধূমকেতু'? অভিনেতার সাফ জবাব...

Tollywood Gossips: এদিও অগাস্টে মুক্তি পাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শ্যুটিংয়ের প্রায় দীর্ঘ ১০ বছর পরে, মুক্তির দোর গোড়ায় ছবি।

Advertisement
রুক্মিণীর অনিচ্ছার জন্যই এতদিন মুক্তি পায়নি 'ধূমকেতু'? অভিনেতার সাফ জবাব...  দেব- শুভশ্রী- রুক্মিণী

আলোচনায় থাকেন দেব ও রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে বিশেষ সময় কাটাতে মাঝে মধ্যেই ভ্যাকেশনে যান জুটি। তবে এরই মাঝে টিনসেল টাউনে জল্পনা শোনা যায়, দূরত্ব তৈরি হয়েছে দেব- রুক্মিণীর মধ্যে। যদিও সেই জল্পনায় ইতি টেনে, সম্প্রতি নায়িকার জন্মদিনে এলাহি আয়োজন করেছিলেন দেব। সেখানে উপস্থিত ছিলেন দু'জনের পরিবার ও কাছের মানুষেরা। 

এদিও অগাস্টে মুক্তি পাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শ্যুটিংয়ের প্রায় দীর্ঘ ১০ বছর পরে, মুক্তির দোর গোড়ায় ছবি। এত দিন নানা কারণে আটকে ছিল 'ধূমকেতু' মুক্তি। তবে ইন্ডাস্ট্রিতে গুজব শোনা যায়, শুভশ্রীর সঙ্গে পরিবর্তিত সমীকরণ, কিছু আইনী জটিলতা এবং রুক্মিণীর 'অনিচ্ছা'-ই নাকি 'ধূমকেতু'-র মুক্তি পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। নানা চর্চার মাঝে এবার সংবাদমাধ্যমের কাছে এবিষয়ে মুখ খুললেন দেব।

অভিনেতা- সাংসদ তথা প্রযোজক বলেন, "আমি একটা জিনিসই বলতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে ওই প্রফেশনাল প্রবলেমটা কোন দিনও নেই। কেন ও জিতের সঙ্গে কাজ করবে, কেন আমি 'ধূমকেতু' রিলিজ করব, উই হ্যাভ দ্যাট স্পেস। কারণ রুক্মিণী গোড়া থেকেই দেবকে 'সুপারস্টার' হিসেবেই পেয়েছে আর আমিও  রুক্মিণীকে পেয়েছি 'সুপারমডেল' হিসেবেই। এমন নয় যে ও, ঘরের কোণে পড়েছিল আর আমি ওকে তুলে লাইমলাইটে নিয়ে এলাম, বড় তারকা বানিয়ে দিলাম। এমনও নয় যে, রুক্মিণী দেবকে বড় সুপারস্টার বানিয়েছে।"

দেব আরও বলেন, "আমরা একে অপরকে পেয়েছি, একে অপরের কাছে এসেছি, একে অপরকে চিনেছি এটা জেনেই যে আমরা কী, কেমন। দেব ও জিতের শত্রুতা নিয়ে তো আপনারা কত কথা বলেন, কিন্তু একথা ক'জন জানেন যে, আমিই রুক্মিণীকে বলেছিলাম জিতের সঙ্গে কাজ করতে? এমনকী 'বুমেরাং' আমি যেভাবে প্রচার করেছি, মনে হয়নি ছবিটার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া আর কেউ তা করেছে। 'ধূমকেতু' নিয়ে সমস্ত আইনী জটিলতা কেটেছে। বলা ভাল, আমি দায়িত্ব নিয়ে টানা ১০ দিন মুম্বইতে পড়ে থেকে সেই জট কাটিয়েছি। আর তাই অগাস্টে মুক্তি পেতে চলেছে ছবিটি। এখানে রুক্মিণী কোনও ফ্যাক্টরই নয়।" 

Advertisement

প্রসঙ্গত, নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননি দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন  'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। তবে তাঁদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রিতে 'ওপেন সিক্রেট'। তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ।  শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি আশা করেননি। 

 

POST A COMMENT
Advertisement