গত কয়েক বছর ধরে 'ব্যোমকেশ', 'ফেলুদা' -র পাশাপাশি আর এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছেন। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু। এই চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ওয়েব সিরিজ। ওটিটি -র পর বড় পর্দাতেও অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট। দর্শকদের জন্য রয়েছে সুখবর। ফের আসছে তাদের প্রিয় গোয়েন্দা চরিত্র, একেন বাবুর নতুন ওয়েব সিরিজ।
একেন বাবু ফ্রাঞ্চাইজির নতুন সিজন আসছে হইচই-তে। এবারও সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। সুজন দাশগুপ্তর লেখা 'খুনের আগে খুনি খোঁজা' গল্প অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। দুঁদে গোয়েন্দা একেন বাবু, তার দুই সঙ্গী বাপ্পাদিত্য ও প্রমোথকে নিয়ে রহস্য সমাধান করবে। বাপ্পাদিত্য ও প্রমোথ চরিত্রে অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার অন্যান্য চেনা মুখদের।
এবারের সিজনে যুক্ত হচ্ছেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, সাহানা সেন, দোয়েল রায় নন্দীর মতো অভিনেতারা। এবার আউটডোর শ্যুটিং হবে উত্তরবঙ্গে। শোনা যাচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুরু হবে সিরিজের শ্যুটিং। পাহাড়ের শ্যুটিং শেষে সেট পড়বে কলকাতায়।
প্রসঙ্গত, গত নববর্ষে বড় পর্দায় মুক্তি পায় একেন বাবুর গল্প 'দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান'। শৈল শহরের পর ত্রয়ীর ডেস্টিনেশন ছিল মরুভূমি। তার আগে একেনের প্রথম ছবি 'দ্য একেন'-র শ্যুট হয়েছিল দার্জিলিংয়ে। ওটিটি হোক কিংবা সেলুলয়েড, সব মাধ্যমেই দারুণ সফল একেন বাবুর গল্প। নতুন সেটিং, নতুন অ্যাডভেঞ্চারে এবং নতুন রহস্য সমাধানের পদ্ধতি দর্শকদের কতটা পছন্দ হয় এবার, তা সময়ই বলবে।