কিডনি ফেলিওর! মাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় TV অভিনেতা

২০২০ সালে মৃত্যু খবর যেন শেষ হচ্ছে না। প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায় (Ashiesh Roy)। কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন ছিলেন তিনি। পেটে জল জমে যাওয়ার ফলে তাঁকে জুহু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ডায়ালিসিস চলছিল তাঁর।

Advertisement
কিডনি ফেলিওর! মাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় TV অভিনেতাপ্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায় (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • ফের মৃত্যু খবর বিনোদন জগতে।
  • প্রয়াত হিন্দি টেলি অভিনেতা আশিস রায়।
  • কিডনির অসুস্থতায় ভুগছিলেন ছিলেন তিনি।

২০২০ সালে মৃত্যু খবর যেন শেষ হচ্ছে না। প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায় (Ashiesh Roy)। কিডনির অসুস্থতায় ভুগছিলেন ছিলেন তিনি। পেটে জল জমে যাওয়ার ফলে তাঁকে জুহু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ডায়ালিসিস চলছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।  

খবর অনুযায়ী, জগেশ্বরীতে পাটালিপুত্র ভবনে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী জানান, "গতকাল ভোর ৩.৪৫ মিনিটে আশিস বাবু মারা গিয়েছেন। ওঁনার বাড়ির পরিচালক ছুটে এসে বলেছেন পরপর দুটি বড় হেঁচকি ওঠার পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওঁনার শারীরিক অবস্থা ভাল ছিল না। তবে পরিচালকটি জানান গতকাল বেশ ভাল ছিলেন তিনি। আজ ওঁনার ডায়ালিসিস হওয়ার কথা ছিল।" সন্ধ্যার পর  প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। 

প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায়

এর আগে  ২০১৪ সালের জানুয়ারি মাসে আশিস রায় প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পরে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লেখক-প্রযোজক ভিন্ত নন্দ তাঁর ফেসবুক পেজে এই খবরটি শেয়ার করেছিলেন। সেই প্রতিবেদন অনুসারে, ২০১৮ -র অগস্ট মাসে, আশিস তাঁর মস্তিষ্কে রক্ত ​​জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এজন্যে তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল।

গত মে মাসে আশিস আইসিইউতে ছিলেন। অভিনেতা তার বন্ধু-বান্ধবদের জানাতে ফেসবুকে পোস্ট করেছিলেন যে তিনি ভাল নেই এবং তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন। গত ১৭ মে, দুপুর ১.৩০ নাগাদ তিনি লিখেছিলেন,

 

প্রয়াত জনপ্রিয় হিন্দি টেলি অভিনেতা আশিস রায়
প্রয়াত জনপ্রিয় হিন্দি টেলি অভিনেতা আশিস রায়

 


আশিস রায় 'সাসুরাল সিমার কা', 'জেনি অউর জুজু', 'তু মেরে আগল বাঘল হ্যায়', 'বা বহু অউর বেবি'-র মতো একাধিক সিরিয়ালে ব্যতিক্রমী অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন।

 

POST A COMMENT
Advertisement