New Bangla Film: পারিবারিক ড্রামা নিয়ে আসছেন কমলেশ্বর- লাবণী, ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ছবি

Amader Samparka: নাম শুনেই বোঝা যাচ্ছে, পরিবার ও সম্পর্কের নানা আবেগপূর্ণ সমীকরণ নিয়ে মূলত বোনা হয়েছে গল্প। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।  

Advertisement
পারিবারিক ড্রামা নিয়ে আসছেন কমলেশ্বর- লাবণী, ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ছবি কমলেশ্বর মুখোপাধ্যায় ও লাবণী সরকার

এবার পারিবারিক ড্রামাতে জুটিতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee) ও লাবণী সরকারকে (Laboni Sarkar)। অশোক মন্ডলের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি -'আমাদের সম্পর্ক' (Amader Samparka)। নাম শুনেই বোঝা যাচ্ছে, পরিবার ও সম্পর্কের নানা আবেগপূর্ণ সমীকরণ নিয়ে মূলত বোনা হয়েছে গল্প। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।  

কমলেশ্বর, লাবণী ছাড়াও ছবিতে অভিনয় করছেন সমদর্শী দত্ত, বোধিসত্ত্ব মজুমদার, বিদ্যা দাস, অনুপ চক্রবর্তী সহ অন্যান্যরা। বাপ্পা নস্কর ও পায়েল নস্করের প্রযোজনায়, প্রিয়াংশু ফিল্মের ব্যানারে আসছে এই ছবি। পরিচালনার পাশাপাশি 'আমাদের সম্পর্ক'-র কাহিনি ও সংলাপ লিখেছেন অশোক মন্ডল নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন আয়ুষ দাস ও শমিক গুহ রায়। নেপথ্য সঙ্গীত দেবজ্যোতি মিশ্রের। ছবির গানগুলি গেয়েছেন শান ,রূপঙ্কর বাগচী, চৈতীপর্ণা দে-এর মতো সঙ্গীতশিল্পীরা। গানের কথা লিখেছেন অশোক মন্ডল, দিপাঞ্জন মাইতি ,প্রাঞ্জল দাস। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। 

 

Kamaleshwar Mukherjee laboni sarkar New Bangla Film

 

আরও পড়ুন: স্তনে টিউমারের পর স্ট্রোক! তাও শ্যুটিংয়ে লড়াই জারি 'সাথী'-র বৃষ্টির

কীভাবে এগোবে 'আমাদের সম্পর্ক'-র গল্প? একজন ডিভোর্সি বৃদ্ধ মা সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকে।একদিন মা ,ছেলের কাছে নিজেদের বাড়ি তৈরির ইচ্ছে প্রকাশ করে। মায়ের কথা মতো ছেলে, বাড়ি তৈরির জন্য লোন নেওয়ার চেষ্টা করে। এই লোন নেওয়াকে কেন্দ্র করে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে ভাল সম্পর্ক  তৈরি হয় মহিলার। কিছুদিন পরে স্বপ্নের নতুন বাড়ি তৈরি হয় তাদের।

 

Kamaleshwar Mukherjee laboni sarkar New Bangla Film

 

আরও পড়ুন: 'সুপার সিঙ্গার'-র মঞ্চে 'বেশরম রং' গায়িকা শিল্পা, রয়েছে বড় চমক

নতুন বাড়ির গৃহপ্রবেশের দিন হঠাৎ রাতে ব্যাঙ্ক ম্যানেজার উপস্থিত হোন সেখানে। তিনি এই নতুন বাড়িতে বাকি  জীবনটা কাটানোর দাবি জানান, যা শুনে সকলে অবাক হয়। পরিবারের কেউ রাজি না হলেও, মহিলা ইচ্ছে প্রকাশ করে তাকে বাড়িতে রাখার। ছেলে- মেয়ের কাছে সেই ম্যানেজারের আসল পরিচয়ন জানায় মহিলা। কে সেই ব্যাক্তি? এই পরিবারের সঙ্গে কোন সম্পর্ক রয়েছে তার? সকলে মেনে নেবে তাকে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই বড় পর্দায়। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement