Lokkhi Chhele: 'লক্ষ্মী ছেলে'দের অভিনব প্রয়াস! ছৌ নাচ-গল্পে স্ট্রিট প্লে-র নিয়ে নানা কথা

Lokkhi Chhele: অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, ভারতীয় সমাজব্যবস্থায় গেঁথে থাকা জাতপাতের বিভেদ উঠে আসবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'লক্ষ্মী ছেলে'-তে।

Advertisement
Lokkhi Chhele: 'লক্ষ্মী ছেলে'দের অভিনব প্রয়াস! ছৌ নাচ-গল্পে স্ট্রিট প্লে-র নিয়ে নানা কথাটিম 'লক্ষ্মী ছেলে'-র পথনাটিকা

ধর্ম যখন যুদ্ধের প্রেরণা, কুসংস্কার এবং একগুঁয়ে বিশ্বাস যখন একটি স্বাধীন জাতিকে অন্ধ করে দিয়েছে, সেই সময় 'লক্ষ্মী ছেলে' এক নিঃশর্ত ভালোবাসা এবং করুণার গল্প বলবে। যেখানে, শেষ পর্যন্ত জয় হবে মানবতার। অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, ভারতীয় সমাজব্যবস্থায় গেঁথে থাকা জাতপাতের বিভেদ উঠে আসবে, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele)-তে। ইতিমধ্যে দেশ- বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই ছবি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Productions House) ব্যানারে আসছে এছবি।

'লক্ষ্মী ছেলে'- তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরর শীল আচার্য (Purab Seal Acharya)।  এছাড়াও গূরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্যর মতো শিল্পীরা। 

 

Kaushik Ganguly team Lokkhi Chhele THE STREET PLAY

 

আরও পড়ুন:  মন খারাপের খবর রাখে 'কাছের মানুষ', দেবের বার্তা প্রসেনজিৎ- ইশাকে?

আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'। এই মুহূর্তে জোর কদমে চলছে ছবির প্রচার। এক সময় শহর থেকে জেলায় স্ট্রিট প্লে ছিল সকলের চেনা চিত্র। বর্তমানে তা প্রায় দেখাই যায় না বললে চলে। এবার সকলের কাছে সহজে পৌঁছাতে টিম বেছে নিল স্ট্রিট প্লে (Street Play) -র মাধ্যম। যেখানে অভিনয় করছেন 'লক্ষ্মী ছেলে'র দলবল। যে পথনাটিকা শুধু চোখে আঙুল দিয়ে কুসংস্কার দেখিয়ে দেয় না, সেই সঙ্গে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কথাও বলে।

 

Kaushik Ganguly team Lokkhi Chhele THE STREET PLAY

 

এই পথনাটিকার আরও একটা আকর্ষণ ছিল, ছৌ নাচ। শহরের মেট্রো স্টেশনে নাচে- গানে- সংলাপে গল্প শোনাল 'লক্ষ্মী ছেলে'রা। বলাই বাহুল্য এর ফলে খুলে যেতে পারে বহু মানুষের চোখ। আর তাহলেই সফল হবে টিম 'লক্ষ্মী ছেলে'। কারণ মানুষকে যুক্তিযুক্তভাবে চিন্তা করানোই এই ছবির মূলমন্ত্র।

Advertisement

আরও পড়ুন:  TRP: ফের হাড্ডাহাড্ডি লড়াই 'মিঠাই'- 'গাঁটছড়া'র! সেরার সেরা কে?

কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, “অতিমারীর পরে এটি আমার প্রথম ছবি, যা মুক্তি পাবে। ছবির প্রচারের জন্য পথনাটিকার ধারণাটি অনন্য। আমি এত বছর পরে একটি পথনাটিকা পরিচালনা করার সুযোগ পেয়েছি। টিম খুব পরিশ্রম করেছে। আমি আশা করি দর্শকদের ভাল লাগবে।

 

Kaushik Ganguly team Lokkhi Chhele THE STREET PLAY

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, “কৌশিক দা'র সঙ্গে কাজ করা উইন্ডোজের স্বপ্ন ছিল। ওঁর টিম ছবিটির জন্য কঠোর পরিশ্রম করেছে। আমি নিশ্চিত যে, দর্শকেরা ছবিটি এবং আমাদের তরুণ প্রতিভাবান অভিনেতাদের পছন্দ করবেন।"

আরও পড়ুন: তিলোত্তমায় তাপসী-একতা-পাভেল! কালীঘাটে পুজো দিলেন 'দোবারা'-র সাফল্য কামনায়   

একে শিবু -নন্দিতা জুটি, তারপর কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সেই সঙ্গে একটি তরুণ টিম, বলাই বাহুল্য দর্শকদের অনেকটা প্রত্যাশা রয়েছে 'লক্ষ্মী ছেলে' ঘিরে। তবে শেষ পর্যন্ত জনতা জনার্দন কী করবেন, তা সময়ই বলবে।    

 

POST A COMMENT
Advertisement