Koushani Mukherjee New Film: ২ ছবির সাফল্যর পরে আরও এক বড় ছবিতে কৌশানী! এবার কোন চরিত্রে নজর কাড়বেন?

Koushani Mukherjee In Raktabeej 2: জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। এই জল্পনায় এবার সিলমোহর দিলেন নিজেই। 'রক্তবীজ ২'-র শ্যুটিং শেষ করে ফ্লোর থেকেই ক্ল্যাপস্টিক হাতে ছবি শেয়ার করেছেন নায়িকা।

Advertisement
২ ছবির সাফল্যর পরে আরও এক বড় ছবিতে কৌশানী! এবার কোন চরিত্রে নজর কাড়বেন? কৌশানী মুখোপাধ্যায় (ছবি:ফেসবুক)

সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। 'আবার প্রলয়', 'বহুরূপী' এবং 'কিলবিল সোসাইটি'-তে কাজ করার পরে কৌশানীর কেরিয়ারের সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 'কিলবিল সোসাইটি'-তে ডিগ্ল্যাম লুকে পূর্ণা আইচের চরিত্রে সকলের নজর কাড়ার পর, এবার তাঁকে দেখা যাবে 'রক্তবীজ ২' ছবিতে। 

জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। এই জল্পনায় এবার সিলমোহর দিলেন নিজেই। 'রক্তবীজ ২'-র শ্যুটিং শেষ করে ফ্লোর থেকেই ক্ল্যাপস্টিক হাতে ছবি শেয়ার করেছেন নায়িকা। এখনও তাঁর চরিত্রের খুঁটিনাটি না জানা গেলেও, অভিনেত্রী নিজে জানালেন এছবিতে তাঁর চরিত্রের নাম আয়েশা। এখবর চাউর হওয়া মাত্রই দারুণ খুশি কৌশানীর অনুগামীরা।

সোশ্যাল পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করে কৌশানী লেখেন, "শ্যুটিং শেষ হল। এই পুজোতে আয়েশার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন। খুব তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে আসবে 'রক্তবীজ ২'। আয়েশা সকলের মন জয় করবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। সকলকে ধন্যবাদ। বাকিটা ছবির জন্য থাকুক।" অঙ্কুশ হাজরার সঙ্গেও একটি লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করেছেন টলি নায়িকা। অনেকেই ভাবছেন তাহলে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি?        

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

প্রসঙ্গত, ২০২৩-র পুজোয় মুক্তি পেয়েছিল 'রক্তবীজ'। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দারুণ প্রশংসা পায়। এমনকী বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছিল ছবিটি। নন্দিতা- শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি ছিল এটি। এই ছবি ঘিরে বাড়তি কৌতূহল ছিল দর্শক-সমালোচকদের মনে। অনেকেই সিক্যুয়েলের আবদার জানিয়েছিলেন। এবছরের দুর্গা পুজোয় আসছে 'রক্তবীজ ২'। 

শোনা যাচ্ছে, বড় ক্যানভাসে তৈরি হতে চলেছে এই ছবি'। 'বহুরূপী'-র শ্যুটিং হয়েছিল ৮৪টি জায়গায়। টলিপাড়ার খবর 'রক্তবীজ ২'-র শ্যুটিং আরও বেশি জায়গায় হবে। তবে এই ছবিতে কোনও ভাবে শিবপ্রসাদ অভিনয় করবেন না। তিনি নন্দিতা রায়ের সঙ্গে ক্যামেরার পিছনেই থাকবেন।     

Advertisement

 

POST A COMMENT
Advertisement