scorecardresearch
 

রাজর্ষির ছবি 'মায়া' নিয়ে সব জল্পনার অবসান! হাটে হাঁড়ি ভাঙলেন মদন মিত্র

রথের দিন থেকেই শুরু হয়েছে রাজর্ষি দে (Raajhorshee De) -র পরবর্তী ছবি 'মায়া' (Maya)-র কাজ। কলকাতা ও আশেপাশে চলবে শ্যুটিং। মঙ্গলবার শ্যুটিং লোকেশনে হাজির হলেন মদন মিত্র (Madan Mitra)।  

Advertisement
মদন মিত্র, রাফিয়াত রশিদ মিথিলা ও রাজর্ষি দে (বাম দিক থেকে) মদন মিত্র, রাফিয়াত রশিদ মিথিলা ও রাজর্ষি দে (বাম দিক থেকে)
হাইলাইটস
  • শুরু হয়েছে রাজর্ষি দে-র পরবর্তী ছবি 'মায়া'-র কাজ।
  • কলকাতা ও আশেপাশে চলবে শ্যুটিং।
  • মঙ্গলবার শ্যুটিং লোকেশনে হাজির হলেন মদন মিত্র।

গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De) -র পরবর্তী ছবি 'মায়া' (Maya) নিয়ে। এই বিষয়ে পরিচালক বা ছবির টিম এখনও মুখ না খুললেও টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। শেষমেশ সব জল্পনার অবসান! হাটে হাড়ি ভাঙলেন প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।  

শুনতে অবাক লাগছে? আসলে রথের দিন থেকেই শুরু হয়েছে 'মায়া' ছবির কাজ। কলকাতা ও আশেপাশে চলবে শ্যুটিং। মঙ্গলবার লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছিল বালি জেটিয়া হাউজ। আর সেখানেই পরিচালকের অনুরোধে হাজির হয়েছিলেন মদন মিত্র। তিনি জমিয়ে আড্ডা দিলেন অভিনেতা ও কলা কুশলীদের সঙ্গে। আর সেট থেকেই তাঁর শেয়ার করা লাইভে স্পষ্ট হয়ে গেল সব। দেখা যাচ্ছে শ্যুটিংয়ের ফাঁকে হালকা মেজাজে রয়েছেন মিথিলা ও অন্যান্যরা। আর গল্পে মেতেছেন বিধায়ক।    

শুধু তাই নয়, বিধায়ক একে একে বলে দিলেন আর কে আছে ছবিতে ও আরও অন্যান্য খুঁটিনাটি। সেই সঙ্গে তিনি জানালেন, "আমি চাই রাজর্ষির এই ছবি যেন বাম্পার হিট হয়। এরপরে আমি মাহেশে যাবো। সেখানে এখন বিপত্তারিণীর আরতি হবে।আমি প্রার্থনা করে আসবো এই ছবি ও আমার ছোট ভাই রাজর্ষির জন্য।"  

আরও পড়ুন:  "আর বিয়ে করবো না"! ফ্যানেদের মন ভেঙে সাফ জানালেন শ্রীলেখা 

উইলিয়াম শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' (Macbeth) অবলম্বনে 'মায়া'-র গল্প বুনেছেন  রাজর্ষি দে। ছবিতে এছাড়াও রয়েছেন পরিচালকের চেনা ব্রিগেড। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রনিতা দাস, কনিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা টলি পাড়ার শিল্পীরা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রয়েছেন রণজয় ভট্টাচার্য।

Advertisement

আরও পড়ুন: 'পিঙ্ক'-র সাফল্যের পর অনিরুদ্ধর পরের ছবিতে ইয়ামি! 

প্রসঙ্গত, একগুচ্ছ টলি তারকাদের নিয়ে রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা' এখন মুক্তির অপেক্ষায়। ২০১৯ সালে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি 'পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই'। ইতিমধ্যেই তাঁর 'অ্য সেপারেট স্কাই'-র মুকুটে জুড়েছে বেশ কয়েকটি পালক। পাইপলাইনে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। বলাই বাহুল্য সামান্য বিরতির পর জমিয়ে ব্যাটিং করছেন পরিচালক।   

 

Advertisement