অতিমারীতে দুর্গাপুজোর চেনা ছন্দের পতন ঘটেছে। ভাটা পড়েছে সকলের আনন্দে। কিন্তু দুর্গাপুজো বছরে একবারই আসে। তাই অত্যন্ত ব্যস্ততার মধ্যেও টলিপাড়ায় উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ডিসেম্বরে মিলে গিয়েছিল এপার ও ওপার দুই বাংলার মানুষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। বিয়ের পর এই বছর প্রথম পুজো তাঁদের। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দম্পতিকে পাঠালেন উপহার।
মিথিলার জন্যে নীল রঙা বেগুনি পাড়ের শাড়ি এবং সৃজিতের জন্য রয়েছে টুকটুকে লাল পাঞ্জাবী পৌঁছেছে তাঁদের কাছে উপহার স্বরূপ। ট্যুইট করে উপহারের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন অনেক ধন্যবাদ।
Thank you @MamataOfficial Didi for the beautiful pujo gift ❤️🙏🏼@srijitspeaketh pic.twitter.com/kHIU82uhZc
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) October 17, 2020
লকডাউনের পর দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন মিথিলা। আন্তর্জাতিক বিমান চালু হতেই দেশে ফিরেছেন তিনি। এই বছরের পুজো, একসঙ্গেই কাটাবেন সৃজিত, মিথিলা ও তাদের মেয়ে আয়রা।