scorecardresearch
 

Priyanka Sarkar as Noti Binodini: বড় চমক! রুক্মিণী একা নন, এবার বাংলা ছবিতে নটি বিনোদিনী প্রিয়াঙ্কাও

Priyanka Sarkar as Noti Binodini: বড় চমক রয়েছে দর্শকদের জন্য। এবার নটি বিনোদিনী রূপে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার। আগে শোনা গিয়েছিল নটি বিনোদিনীর ভূমিকায় এবার দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।

Advertisement
নটি বিনোদিনী রূপে প্রিয়াঙ্কা সরকার (ছবি: ফেসবুক) নটি বিনোদিনী রূপে প্রিয়াঙ্কা সরকার (ছবি: ফেসবুক)

এবার নটি বিনোদিনী রূপে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। আগে শোনা গিয়েছিল নটি বিনোদিনীর (Noti Binodini) ভূমিকায় এবার দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এমনকী কিছুদিন আগে সামনে এসেছে ছবির লুক। তবে এবার বড় চমক রয়েছে দর্শকদের জন্য। ভাবছেন, তাহলে কি রুক্মিণীর জায়গা নিচ্ছেন প্রিয়াঙ্কা? আজ্ঞে না! সম্পূর্ণ ভিন্ন ছবিতে বিনোদিনী দাসীর (Binodini Dasi)  চরিত্রে রয়েছেন তিনি। 

দীর্ঘদিন ধরে আলোচনায় রানা সরকার (Rana Sarkar) প্রযোজিত 'লহো গৌরাঙ্গের নাম রে' (Loho Gouranger Naam Re) ছবিটি। পরিচালক, অভিনেতা নিয়ে নানা জল্পনার পর এবার সামনে এল ছবি নিয়ে নতুন তথ্য। এই ছবিতেই বিনোদিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। নায়িকার প্রথম নজরকাড়া লুক সামনে এনে, এই খবর সকলকে দিলেন খোদ প্রযোজক। 

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় চূড়ান্ত 'ইভ টিজিং'-এর শিকার ইমন, FIR দায়ের, কী ঘটেছে?

রানা সরকার সোশ্যাল মিডিয়ায় লেখেন, "নটি বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার...না, নটি বিনোদিনী নিয়ে আরেকটা সিনেমা নয়, সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা 'লহ গৌরাঙ্গের নাম রে'-র একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, কিভাবে শ্রীচৈতন্য প্রভাবিত করেছিল এদের দুজনকে সেই গল্প, বিশদে এখনই বলা যাবে না।" 

তিনি আরও লেখেন,"প্রসঙ্গত উল্লেখ্য 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমাটির চিত্রনাট্য সৃজিত মুখার্জির লেখা কিন্তু সৃজিত ছবিটি পরিচালনা করছে না, কে পরিচালনা করবে সেখানেও চমক আছে অপেক্ষা করুন জানানো হবে। আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করছি যাতে অনেক নটি বিনোদিনীর মধ্যে আমাদের কাস্টিং হারিয়ে না যায়।" 

আরও পড়ুন: প্রথমবার জুটিতে আবির- মিমি, পুজোয় আসছে নন্দিতা- শিবপ্রসাদের ছবি

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির চরিত্র পরিকল্পনা সাবর্ণী দাসের, এখানে মেকআপ খুব গুরুত্বপূর্ণ। এই গুরু দায়িত্ব পালন করছেন সোমনাথ কুন্ডু। এবছর জুন মাসে পুরীর রথযাত্রা দিয়ে শুরু হবে ছবির শ্যুটিং। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।" 

Advertisement

আরও পড়ুন: TRP: বিরাট চমক দিল 'নিম ফুলের মধু', টিআরপি-তে এবার সেরার সেরা কে?

রানা সরকারের আরও দুই ছবি নিয়ে দর্শকদের মধ্যে চরম কৌতূহল দেখা যায়। সে প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন, "বিভিন্ন কারণে 'মীরজাফর' চ্যাপ্টার-২ সিনেমাটি আমরা এখনো শুটিং শুরু করতে পারিনি , কবে শুরু হচ্ছে জানানো হবে। 'ধূমকেতু' রিলিজ করার কাজ অনেক এগিয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো খবর দিতে পারবো।" 

 

 

আরও পড়ুন: সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক, কেমন আছেন প্রাক্তন মিস ইউনিভার্স?

প্রসঙ্গত,  যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) নাকি, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), কে হবেন বড় পর্দার চৈতন্য মহাপ্রভু (Chaitanya Mahaprabhu) এই নিয়ে দীর্ঘদিন ধরে ছিল জল্পনা। পরে শোনা যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) দেখা যাবে এই ছবির নাম ভূমিকায়। আগে শোনা গিয়েছিল মহাপ্রভুর প্রথম পক্ষের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া (Laxmipriya) চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার। তবে এবার একে একে সামনে আসছে চমক।   

 

Advertisement