Prosenjit On Anirban: 'পরের প্রজন্মের কাছে কী উত্তর দেব?' এবার অনির্বাণকে 'ব্যান' প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ

Tollywood Problems: একদল পরিচালকদের সঙ্গে, শ্যুটিংয়ে বাধা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। দুই পক্ষের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। বাকিরা একে একে পিছিয়ে এসে, 'ভুল বোঝাবুঝি' মিটিয়ে নিলেও, নিজের অবস্থানে অনড় অনির্বাণ।

Advertisement
'পরের প্রজন্মের কাছে কী উত্তর দেব?' অনির্বাণকে 'ব্যান' প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎঅনির্বাণ, দেব, প্রসেনজিৎ

শিরোনামে থাকে স্টুডিওপাড়া। বাংলা ইন্ডাস্ট্রি ঝামেলা মিটেও যেন মিটছে না। স্টুডিও পাড়ায় ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। টেকনিশিয়নদের বিরুদ্ধেও বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। দীর্ঘদিন শ্যুটিং বন্ধ ছিল  বহু অভিনেতা-পরিচালকদের। একদল পরিচালকদের সঙ্গে, শ্যুটিংয়ে বাধা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। দুই পক্ষের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। বাকিরা একে একে পিছিয়ে এসে, 'ভুল বোঝাবুঝি' মিটিয়ে নিলেও, নিজের অবস্থানে অনড় অনির্বাণ। একে একে মুখ ফেরাচ্ছেন পরিচালক- প্রযোজকেরা। হুলিগানিজমের গান ছাড়া এই মুহূর্তে তাঁর হাতে বিশেষ কোনও কাজ নেই। 

নিজেরা কিছু করতে না পারলেও, অনির্বাণের মতো গুণী শিল্পীর এভাবে বসে থাকা ভাল চোখে দেখছেন টলিউডের বেশীরভাগ শিল্পীরা। তবে ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা, নিজের পরের ছবিতে, এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অনির্বাণ ভট্টাচার্যকেই গুরুত্বপুর্ণ চরিত্রে কাস্টিং করতে চলেছেন দেব। কানাঘুষো শোনা যাচ্ছে, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরের ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। খবর অনুযায়ী, সব ঠিক থাকলে, নিজেই ঘোষণা করবেন দেব। যদিও এখনও পর্যন্ত অনির্বাণ বা দেব, কারও তরফ থেকে এবিষয়ে সিলমোহর পাওয়া যায়নি। তবে এর আগে 'গোলন্দাজ' ও 'রঘু ডাকাত' ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।  

আরও পড়ুন:  'ছেলেটাকে কাজ করতে দিন,' 'একঘরে' অনির্বাণের পাশে দেব, মমতা-অভিষেকের দ্বারস্থ

অনির্বাণ প্রসঙ্গে শুক্রবার সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন দেব। মেগাস্টার বলেন, "যদি অনির্বাণকে ক্ষমা চাইতেই হয়, তাহলে আমি ওঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনুরোধ করব, অনির্বাণকে কাজ করতে দিন। ওঁর মতো একজন অভিনেতাকে বাংলার দরকার এবং বাংলায় ওঁর অনেক অবদান বাকি আছে। আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা এতদিন ধরে বাংলাকে আগলে রেখেছেন। এই ব্যাপারটাও একটু দেখুক। আমি একই অনুরোধ করব অরূপ ও স্বরূপ বিশ্বাসকে।" 

Advertisement

দেব আরও বলেন, "দিদির উপর তো আমাদের গোটা ইন্ডাস্ট্রি বেঁচে আছে। তিনি সব সময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। আমি দিদিকে তাই অনুরোধ করছি বিষয়টা দেখতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করব এই বিষয়টা দেখতে। অভিনেতারা যারা ব্যান হয়ে আছে, প্লিজ তাঁদের সঙ্গে এটা করবেন না।  আমার যখন এসআইআর-এ নাম ওঠেনি, একথা দিদি, অভিষেক বলেছে যে দেব তিনবারের সাংসদ। সেই তিনবারের সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলা ভাই হিসাবে ক্ষমা চাইছি ফেডারেশনের কাছে। ছেলেটাকে দয়া করে কাজ করতে দিন। শান্তিতে বাঁচতে দিন। কারণ বাংলা ইন্ডাস্ট্রি এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন সবাইকে আগলে রাখতে হবে।"    

আরও পড়ুন:  সক্রিয় রাজনীতিতে পা রাখবেন সৌমিতৃষা? মমতা 'ঘনিষ্ঠ' নায়িকাকে নিয়ে জল্পনা

এদিকে অনির্বাণকে নিয়ে এতদিন মন্তব্য করেননি 'টলিউডের জ্যেষ্ঠ পুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবের মন্তব্য শোনার পরে এপ্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেতা। এবিপি লাইভ বাংলাকে প্রসেনজিৎ বলেন, "অনির্বাণ দুর্দান্ত একজন অভিনেতা, ওর কাজ না করার তো কোনও কারণ নেই। ও ছবিতে ফিরলে, সেটা ভীষণ ভাল খবর। অলিখিত ব্যান কথাটা আমার ও শোনা। এটা ঠিক যে, একটা সমস্যা তো হয়েছিল। অনির্বাণ পরিচালক ও, সেটা ওর একটা আলাদা সত্ত্বা। তবে অভিনেতা হিসেবে অনির্বাণ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবশ্যই কাজ করবে। ওর মতো অভিনেতারা যদি কাজ না করে, পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী উত্তর দেব? আমার মনে হয়, এটা একটা ব্যক্তিগত সমস্যা। দেব যদি এই সমস্যা মিটিয়ে অনির্বাণকে কাজে ফেরাতে পারে, আমার মতো খুশি আর কেউ হবে না। আমি মনেপ্রাণে চাই সমস্যাটা মিটে যাক। অনির্বাণের মতো অভিনেতাকে ক্যামেরার সামনে সত্যিই মিস করছি।"     

আরও পড়ুন: বাংলা সিরিয়ালে এলিয়েনের এন্ট্রি, তীর মেরে তাড়াবে রাঙামতি, তুুমুল খোরাক, VIRAL

প্রসঙ্গত, টলিউড ইন্ডাস্ট্রি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কথায় চলে, একথা প্রায় সকলেরই জানা। তাঁকে নিয়ে অনেকের আপত্তি থাকলেও, পিছনে নেতিবাচক মন্তব্য করলেও, সামনে এসে বলার মতো পরিস্থিতি কারও নেই। ফেডারেশনের বিরুদ্ধাচরণ করে কাজ হাতছাড়া করতে হয়েছে। এমনকী এর সবচেয়ে বড় উদাহরণ, খোদ অনির্বাণ। টলিপাড়াকে জড়িয়ে, শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতি লেগেই রয়েছে। এবার দেখার অনির্বাণের ক্ষেত্রে নিজের অবস্থানে অনড় থাকেন কিনা অভিনেতা- সাংসদ। 
 

POST A COMMENT
Advertisement