ট্রোলড 'রাঙামতি তীরন্দাজ ' কথায় আছে 'গল্পের গরু গাছে ওঠে'। মেগা সিরিয়ালেও গল্পের গরু গাছে ওঠে বলে অনেকেই মনে করেন। সম্প্রতি স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ' (Rangamati Tirandaj) দেখে হাসির রোল উঠল নেটপাড়ায়। নতুন প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভরেছে ট্রোলে।
এর আগে, একাধিক ধারাবাহিকে উড়ন্ত সিঁদুর নিয়ে নানা মিম দেখা গেছে। ঘটনাচক্রে ভুল করে গাঁটছড়ায় বাঁধা পড়েছে ধারাবাহিকের নায়ক - নায়িকা, এটাও দেখেছে দর্শক। এমনকী হঠাৎ উকিল, ডাক্তার হয়ে যাওয়া কিংবা ডিগ্রি ছাড়াই বিমান চালানোও দেখেছে ছোট পর্দার দর্শক। তবে এবারে সকলে যা দেখল, সেই অভিজ্ঞতা আগে কখনও হয়নি।
আরও পড়ুন: পরিবারের কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?
'রাঙামতি তীরন্দাজ'-র নতুন প্রোমো দেখেই বাংলা টেলিভিশন নিয়ে চরম ট্রোলিং (Bengali Serial Trolled) শুরু করেছেন বহু নেটিজেন। শুরুর কিছু দিনের মধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই মেগা। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিম, ট্রোলে। ভাবছেন ঘটনাটা কী? আসলে এবার মেগা সিরিয়ালে ভিনগ্রহ থেকে নেমে এসেছে একদল প্রাণী। আর তাদের তাড়াতে ডাক পড়েছে রাঙামতির।
'রাঙামতি তীরন্দাজ'-র প্রোমোতে দেখা যাচ্ছে, বর্ডার সংলগ্ন এলাকায় আতঙ্ক। গ্রামের মানুষেরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভয়ে। হঠাৎ এলিয়েনদের স্যাটেলাইট নেমে এসেছে। যা দেখে গ্রামবাসীরা অবাক। একে একে নেমে আসছে রুপোলী রঙা এলিয়ন। ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে কীভাবে মোকাবেলা করা হবে, তা নিয়ে ভাবছে সকলে। গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে গুরু দায়িত্ব পড়েছে রাঙামতির উপর। তীরন্দাজের উপর এই দায়িত্ব দিয়েছে তার শাশুড়ি প্রমিতা। সেজন্যে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। রাঙামতি মায়ের কাছে জানতে চায়, যারা এসেছে তারা সত্যিই এলিয়ন না মুখোশধারী কোনও মানুষ?
আরও পড়ুন: টলিপড়ায় ফের সানাইয়ের সুর! বিয়ের পিঁড়িতে বসছেন রণজয় ও শ্যামৌপ্তি?
ধারাবাহিকের এই ভিডিও দেখে গল্পকে কেউ 'গাঁজাখুরি' বলছেন। কেউ আবার লিখেছেন, 'মঙ্গল গ্রহে বাংলা সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠেছে'। এক নেটিজেনের মন্তব্য, 'ওদের SIR-এ নাম আসেনি মনে হয়,তাই মঙ্গল গ্রহে চলে গেছিল,আবার ফিরে এসেছে...।' একজন লিখেছেন, 'সিরিয়ালের নাম রূপকথার গল্প দিলেও মন্দ হত না...।' কমেন্ট বক্সে আরেকজনের মন্তব্য, 'বাংলা সিরিয়াল মানে বিনোদন। সব জোকার গুলোযাত্রা করতে এসেছে...।'
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় থেকে শুরু করে, গল্প নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। এদিকে গল্পের মধ্যেও আনা হচ্ছে নতুন নতুন ট্যুইস্ট। এন্ট্রি হচ্ছে নতুন চরিত্রের।
আরও পড়ুন: কেন এখনও বিয়ে করতে পারছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন টলি জুটি
প্রসঙ্গত, 'রাঙামতি তীরন্দাজ' সিরিয়ালটি বেশ জনপ্রিয়। সে প্রমাণ মেলে, রেটিং চার্টের দিকে চোখ রাখলেই। দীর্ঘদিন বেঙ্গল টপার ছিল। শীর্ষস্থানে না থাকলেও, বেশীরভাগ সপ্তাহে সেরা পাঁচের মধ্যেই থাকে দীর্ঘদিন ধরে। এমনকী, শেষ প্রকাশ্যে আসা টিআরপি-তে ৭.২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ছিল এই মেগা।