scorecardresearch
 

ট্র্যাকিওস্টমি সফল,প্লাজমাফেরেসিস হতে পারে সৌমিত্রর

বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার ট্র্যাকিওস্টমি (Tracheostomy) অর্থাৎ শ্বাসনালীর অস্ত্রোপচার সফল হয়েছে তাঁর। এরপর ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে।

Advertisement
সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
  • বুধবার ট্র্যাকিওস্টমি সফল হয়েছে তাঁর।
  • বৃহস্পতিবার প্লাজমাফেরেসিস হওয়ার সম্ভবনা।

বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার ট্র্যাকিওস্টমি (Tracheostomy) অর্থাৎ শ্বাসনালীর অস্ত্রোপচার সফল হয়েছে তাঁর। এরপর ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। 

প্রবীণ অভিনেতার অস্ত্রোপচার করেছেন বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ দীপঙ্কর দত্ত। হাসপাতাল সূত্রের খবর, বয়স ও অন্যান্য শারীরিক সমস্যার জন্যে তাঁর অস্ত্রোপচার করতে দীর্ঘ সময় লেগেছে। ট্রাকিওস্টোমি করার সময়ে রক্তক্ষরণ হয়েছে তাঁর। তবে এখন তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তাঁর প্লেটলেট কাউন্টও কম রয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য রক্তজনিত সমস্যা। 

বেলেভিউ হাসাপাতালে তাঁর মেডিকাল বোর্ডের প্রধান ডাঃ অরিন্দম কর জানান, " সৌমিত্র চট্টোপাধ্যায় সচেতনতা ফেরাতে আগামী বৃহস্পতিবার প্লাজমাফেরেসিস করা হবে তাঁর।" বর্ষীয়ান অভিনেতার শরীরে প্লাজমাফেরেসিস করা হলে তাঁর আছন্নভাব কিছুটা কাটবে বলে আশাবাদী চিকিৎসকেরা। 

এই মুহূর্তে জ্বর নেই তাঁর। ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে। তাঁর কিডনিও আগের থেকে ভালো রয়েছে। শরীরের অন্যান্য প্যারামিটারগুলিও আপাতত স্বাভাবিক রয়েছে। তবে তাঁর বয়স ৮৫ হওয়ায় এবং তার সঙ্গে একাধিক কো-মর্বিডিটি থাকায় চিন্তিন তাঁর চিকিৎসকেরা। এমনকি তাঁর শ্বাসনালীতে জটিল অস্ত্রোপচার করার আগে যথেষ্ট উদ্বগে ছিলেন চিকিৎসকেরা। এখনো পর্যন্ত সকলের প্রিয় ফেলুদার সম্পূর্ণ চেতনা ফেরেনি এবং সেটাই বেশি ভাবাচ্ছে চিকিৎসকেদের।

তবে এই বয়সেও তিনি এতটা লড়ছেন এবং গত ৭২ ঘণ্টায় তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে চিকিৎসকেরা আশাবাদী। কিন্তু এখনও সঙ্কটমুক্ত নন তিনি।

গত এক মাসের বেশী সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও, পরে কোভিড মুক্ত হন তিনি। তারপর থেকে তিনি করে যাচ্ছেন কঠিন লড়াই তার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ছোট থেকে বড় সকলেই প্রার্থনা করছেন তাঁর দ্রুত আরোগ্যের।

Advertisement

Advertisement