Anindita Bose: ব্যর্থ দুটো বিয়ে, সৌরভ দাসের প্রাক্তন অনিন্দিতা এখন কী করছেন জানেন

টলিউডের জনপ্রিয় মুখ অনিন্দিতা বোস। তাঁর সৌন্দর্য্য একেবারে অন্যরকম। ডার্ক কমপ্লেক্সন, তার ওপর মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়। মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহুবছর। এখন সৌরভের সঙ্গে ব্রেকআপ করে মুম্বইতে একেবারে সেটল হয়েছেন অভিনেত্রী

Advertisement
ব্যর্থ দুটো বিয়ে, সৌরভ দাসের প্রাক্তন অনিন্দিতা এখন কী করছেন জানেন  অনিন্দিতা বোস
হাইলাইটস
  • টলিউডের জনপ্রিয় মুখ অনিন্দিতা বোস
  • ডার্ক কমপ্লেক্সন, তার ওপর মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়
  • মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহুবছর

টলিউডের জনপ্রিয় মুখ অনিন্দিতা বোস। তাঁর সৌন্দর্য্য একেবারে অন্যরকম। ডার্ক কমপ্লেক্সন, তার ওপর মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়। মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহুবছর। এখন সৌরভের সঙ্গে ব্রেকআপ করে মুম্বইতে একেবারে সেটল হয়েছেন অভিনেত্রী। 

অনিন্দিতার দ্বিতীয় বিয়ে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে
সৌরভের আগে অনিন্দিতার বিয়ে হয়েছিল উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। ২০১৩ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিন্দিতা বোস ও গৌরব চট্টোপাধ্যায়।

গৌরবের সঙ্গেও ভাঙে সম্পর্ক
তবে তাঁদের সেই সম্পর্ক বেশদিন স্থায়ী হয়নি। যদিও সম্পর্ক ভাঙার পরও অনিন্দিতা ও গৌরবের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। এরপর অনিন্দিতা সম্পর্কে জড়ায় সৌরভ দাসের সঙ্গে। 

প্রথম বিয়েও টেকেনি
তবে গৌরবের সঙ্গে বিয়ের আগে চিত্রনাট্যকার ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গেও বৈবাহিক সম্পর্কে ছিলেন অনিন্দিতা। তবে তাঁর দুটি বিয়েই সুখের হয়নি। 

সৌরভের সঙ্গে লিভ ইন করতেন অভিনেত্রী
টলিপাড়ায় সৌরভ-অনিন্দিতার সম্পর্কের রসায়ন বেশ গভীর ছিল। দুজনেই লিভ-ইনে থাকতেন। অনিন্দিতাকে কাজের সূত্রে মুম্বই যেতে হত কিন্তু তাতেও তাঁদের সম্পর্কে কোনও ছেদ পড়তে দেখা যায়নি। 

 

আরও পড়ুন: পরনে নেই ব্লাউজ, নিজের হাতে চন্দনে বধূ সাজলেন স্বস্তিকা

সৌরভ-মধুমিতা সরকার সম্পর্কের গুজব
মাঝে সৌরভ-অনিন্দিতার সম্পর্কে মধুমিতা সরকার এসে পড়ারও গুজব শোনা যায়। সেই সময় রটেছিল যে সৌরভ ও মধুমিতার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। যদিও সেটা যে নিছকই গুজব তা নিজেই জানান অনিন্দিতা।

 

টেকেনি অনিন্দিতা-সৌরভের সম্পর্ক
তবে এতকিছুর পরও সৌরভ-অনিন্দিতার সম্পর্ক টিকল না। এখন তাঁরা দুজনেই আলাদা থাকেন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে আনন্দে রয়েছেন। 

সৌরভের সঙ্গে সম্পর্কে রয়েছেন দর্শনা
বর্তমানে সৌরভ মডেল-অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে সম্পর্কে জড়ালেও অনিন্দিতা এখন নিজের কেরিয়ার নিয়েই রয়েছেন। যদিও অনিন্দিতার সব ছবি ও ভিডিওতে সৌরভ নিয়মিতভাবে  

আরও পড়ুন: পারিবারিক ড্রামা নিয়ে আসছেন কমলেশ্বর- লাবণী, ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ছবি

Advertisement

কেরিয়ার নিয়ে ব্যস্ত অভিনেত্রী
তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক ছবি ভক্তহদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেয়। মুম্বইয়ের পাশাপাশি টলিউডেও কাজ করছেন অনিন্দিতা।    


 

POST A COMMENT
Advertisement