বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তীর সেনসুয়াল ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ধরায়। কখনও তাঁর শাড়ি পরা ছবি আবার কখনও বা বিকিনিতে বোল্ড অভিনেত্রী রীতিমতো নেট দুনিয়ায় পারদ চড়াতে সিদ্ধহস্ত। তাঁর মেদহীন শরীরী আবেদন ভক্তদের রাতের ঘুম ওড়াতে পারে। কিন্তু ইদানিং অভিনেত্রীর সেই তন্বীপনা চেহারা আর নেই। গত দেড় বছরে ঋতাভরীর ওজন অনেকটাই বেড়ে গিয়েছে আর এই নিয়ে একাধিকবার ট্রোলের সম্মুখীনও হয়েছেন তিনি। আসলে মোটা মানুষদের সর্বদাই রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায় কথা শুনতে হয়। ব্যতিক্রম নন অভিনেত্রী ঋতাভরীও। সম্প্রতি এই বডি শেমিং ও প্লাস সাইজ মডেলদের নিয়ে 'ফাটাফাটি' সিনেমায় অভিনয় করছেন খোদ অভিনেত্রী।
ওজন বাড়ানো মারাত্মক কঠিন কাজ
কিছুদিন আগেই উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে জানানো হয়েছে এই সিনেমার কথা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। অভিনেত্রী জানিয়েছেন তাঁকে এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়াতে হয়েছে। যেটা ওজন কমানোর মতোই মারাত্মক কঠিন কাজ। কিন্তু ঋতাভরী সেই কঠিন কাজকেও একেবারে সহজ করে দিয়েছেন। এখন ঋতাভরীর সোশ্যাল মিডিয়া পেজে গেলেই দেখা যাবে অভিনেত্রীর এখন আর মেদহীন চেহারা নেই, বরং ভালোই মোটা হয়েছেন তিনি।
আরও পড়ুন: কেমন সাজানো হল 'বাহা'র ফুলশয্যার খাট, দেখুন
২৫ কিলো ওজন বাড়ান
এই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন, দেড় বছর আগে তাঁর অস্ত্রোপচারের পর ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় তাঁর শরীরচর্চা করাও বারণ ছিল। তাই ওজন এমনিই বেড়ে যায় তাঁর। ঠিক সেই সময়ই তাঁর কাছে আসে ফাটাফাটি ছবির প্রস্তাব। কিছু না ভেবেই তিনি সেই প্রস্তাব গ্রহণ করে নেন। এই সিনেমার চাহিদা অনুযায়ী ঋতাভরীকে বেশ মোটা হতে হবে। আর সেই অনুযায়ী তাঁকে ১০-১৫ কিলো ওজন আরও বাড়ানোর কথা বলা হয়। ঋতাভরী বলেন, 'আমাকে আরো ১০ থেকে ১৫ কিলো ওজন বাড়াতে হবে। কারণ ছবির দৃশ্যের জন্য প্যাডিং অথবা অন্য কোন ভাবে সেটা ম্যানেজ করা সম্ভব ছিল না। তাই আমি ওজনটা বাড়িয়েই ফেললাম। সেটাও ২৫ কেজি।'
আরও পড়ুন: বহু বছর পর ফিরলেন বাংলা সিনেমায়, রাজা চন্দের ছবিতে জুটি বাঁধবেন প্রসেনজিৎ-পূজা
কেঁদে ফেলেন অভিনেত্রী
ঋতাভরীর কথায় শেষ পর্যন্ত ছবির কাজ শেষ করে, ডাবিংয়ের জন্য সিনেমাটি দেখেছিলেন। সেটা দেখেই কেঁদে ফেলেন অভিনেত্রী। কারণ এই সিনেমায় তাঁর চরিত্র ফুল্লরার যে সফর তা তিনি তাঁর আশেপাশে বহু মেয়ের সঙ্গে হতে দেখেছেন। তিনি বলেন, 'অভিনেত্রী হিসাবে যাই করি না কেন, ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। সকলের বোঝা উচিত, মানুষের ওজন, চেহারা নিয়ে কখনও মন্তব্য করা উচিত নয়। ফাটাফাটির চিত্রনাট্যের জন্যই আমি ওজন বাড়ানোর ঝুঁকি নিয়েছিলাম। পুষ্টিবিদদের পরামর্শ মেনেই আমি ওজন বাড়িয়েছিলাম, আবার তাঁদের পরামর্শ মেনেই ওজন কমানো শুরু করেছি।' তবে ঋতাভরী জানিয়েছেন, ওজন কমানোর জন্য ভীষণভাবে শরীরচর্চা করছেন না তিনি। নিয়ম মেনে পরিমিত খাচ্ছেন ও যতটা শরীরচর্চা করা দরকার সেটাই করছেন।
আরও পড়ুন: এবার মৃত্যু রহস্যের গল্পে দেবলীনা- আরিয়ান, আসছে নতুন সিরিজ
ঋতাভরীর সফর মনে করাবে ভূমি পেডনেকারের কথা
ঋতাভরীর এই সফর দর্শকদের মনে করিয়ে দেবে ভূমি পেডনেকারের প্রথম সিনেমার কথা। 'দম লাগাকে হাইসা' ছবির হাত ধরে তাঁর প্রথম বড়পর্দায় পা রাখা। সেই ছবিতে বলিউড দেখেছিল ৯০-কেজির এর অভিনেত্রীকে। এই সিনেমার জন্য ভূমিকে বাড়াতে হয়েছিল ওজন। 'দম লাগাকে হাইসা' ছবির জন্য নিজের ওজন ৯০ কিলো করেছিলেন ভূমি। তার কারণ, ছবির প্রয়োজন। কিন্তু এরপরে কড়া ডায়েট মেনে ওজন ঝরিয়ে ফেলেন ভূমি।
১২ মে মুক্তি পাবে এই সিনেমা
ফাটাফাটি সিনেমায় ঋতাভরীর বিপরীতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এই সিনেমায় দেখা যাবে স্বস্তিকা দত্তকেও। আগামী ১২ মে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে ছবির কাজ শেষ করার পর অভিনেত্রীর বিশ্বাস এই ছবি দেখার পর অন্তত কিছু মানুষ বুঝতে পারবে মানুষের চেহারা নিয়ে মন্তব্য করাটা কতটা দুঃখজনক।