পরিচালকের ভূমিকায় নেমেই 'সিক্সার', টলিউড নিয়ে বিস্ফোরক শ্রীলেখা

বিগত বেশ কিছুদিন ধরেই চর্চার শীর্ষ থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। স্বজনপোষণ নিয়ে সরব হওয়ার পর থেকে তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিতে চলেছেন পরিচালনার গুরুদায়িত্ব। আজতক বাংলা-র সঙ্গে শেয়ার করলেন সেই কথা।  

Advertisement
পরিচালকের ভূমিকায় নেমেই 'সিক্সার', টলিউড নিয়ে বিস্ফোরক শ্রীলেখাশ্রীলেখা মিত্র (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • পরিচালনায় আসতে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
  • টলিউড নিয়ে ফের মুখ খুললেন শ্রীলেখা।
  • খুব শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

বিগত বেশ কিছুদিন ধরেই চর্চার শীর্ষ থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। স্বজনপোষণ নিয়ে সরব হওয়ার পর থেকে তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিতে চলেছেন পরিচালনার গুরুদায়িত্ব। আজতক বাংলা-র সঙ্গে শেয়ার করলেন সেই কথা।   

আগামী মাসেই শুরু হবে শ্রীলেখা মিত্রের পরিচালনায় ছোট ছবি 'বিটার হাফ'( Bitter Half) - র কাজ। যদিও এটি ওয়ার্কিং টাইটেল। নতুন কাজ নিয়ে আজতক বাংলা-কে শ্রীলেখা জানালেন, "এটা একটা ছোট ছবি। কনসেপ্টটা অনেক দিন ধরে মাথায় ঘুরছিল, তাই লিখে ফেললাম। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করে চিত্রনাট্য রেডি করলাম। এইভাবেই এগোচ্ছে কাজ" 

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্র, ভরত কল ও ডিজাইনার চান্দ্রি মুখোপাধ্যায়কে। এই রকম কাস্টিং করার পেছনে কারণ জিজ্ঞাসা করায়, শ্রীলেখার উত্তর, " যাঁদের সঙ্গে আমার রোজ দেখা হয় কিংবা আমার পছন্দ যাঁদের, শুধু তাঁদেরকেই  নেব এরকম তো আমি নই। সুতরাং আমি গল্পটা লেখার সময় যে রকম ভাবে চরিত্রগুলো ভেবেছি সেই অনুযায়ী যারা মানানসই, তাঁদের নিয়েই কাজ করছি।" শ্রীলেখা আরও বললেন, "আমি কোনো দিনও ডিরেক্টর হবো বলে প্ল্যান করে কিছু করিনি। কোনো কনটেন্ট দেখলে অনেক সময় মনে হত এই শটটা কেন নিয়েছে, কিংবা এটা খুব ভালো শট হয়েছে। সিনেমা মানেই শুধু অ্যাক্টিংটা দেখতাম না কখনোই। সব সময় পুরো বিষয়টাই দেখতাম। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে কিংবা নিজের কাজের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবো। আর আমাকে কেউ আটকাতে বা বাঁধা দিতে পারবে না"।

স্বজনপোষণ নিয়ে দীর্ঘ জল্পনা অভিনেত্রীকে নিয়ে। সে প্রসঙ্গে তিনি বললেন, " কোনো কিছু প্রমাণ করার জন্যে আমার পরিচালনায় আসা নয়। তবে স্বজনপোষণ বলতে গেলে, আমি নিজে ইন্ডাস্ট্রটে যেটা ফেস করেছি, এটুকু বলতে পারি কারো সঙ্গে আমি সেইরকম করবো না"। 

Advertisement

সম্প্রতি 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে একটি চরিত্রে খোক্ষসী রানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। এবারও কি তাহলে নিয়মিত ছোটপর্দায় দেখা যাবে তাঁকে? অভিনেত্রীর সাফ উত্তর, 'না'। সঙ্গে যোগ করলেন, "আমি যেহেতু কাজটা ভালোবেসে করি তাই নিয়মিত অফিস যাওয়ার মতো এতটা সময় রোজ আমার পক্ষে দেওয়া সম্ভব না শ্যুটিংয়ে। আগে অনেক বছর সিরিয়ালে কাজ করেছি। তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। এখন সবকিছু অনেক ঝাঁ-চকচকে হয়েছে ঠিকই, কিন্তু কোথাও একটা অন্তঃসারশূন্য বলে মনে হয় "। 

খুব শীঘ্রই কলকাতায় শুরু হবে শ্রীলেখা মিত্রের পরিচালনায় 'বিটার হাফ' ছবির শ্যুটিং এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

POST A COMMENT
Advertisement