scorecardresearch
 

'ভাগ্যিস ওয়ালেট ছিল না', রূপার সঙ্গে ভিডিও শেয়ার করে 'ঠাট্টা' অঙ্কুশের

সমুদ্রের নীল জলে দুজনে রোম্যান্স করতে ব্যস্ত নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা এবং রূপা দত্ত। ছবির নাম কেল্লাফতে। ২০১০ সালে পীযূশ সাহা পরিচালিত এই ছবি দিয়েই টিনসেল টাউনে পা রেখেছিলেন অঙ্কুশ। সেই ছবির নায়িকা ছিলেন রূপা দত্ত, যিনি সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেপমারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। আপাতত জেলই তাঁর ঠিকানা।

Advertisement
অঙ্কুশের সঙ্গে রূপা। কেল্লাফতে ছবির পোস্টার। অঙ্কুশের সঙ্গে রূপা। কেল্লাফতে ছবির পোস্টার।

সমুদ্রের নীল জলে দুজনে রোম্যান্স করতে ব্যস্ত নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা এবং রূপা দত্ত। ছবির নাম কেল্লাফতে। ২০১০ সালে পীযূশ সাহা পরিচালিত এই ছবি দিয়েই টিনসেল টাউনে পা রেখেছিলেন অঙ্কুশ। সেই ছবির নায়িকা ছিলেন রূপা দত্ত, যিনি সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেপমারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। আপাতত জেলই তাঁর ঠিকানা।


মজার ক্যাপশন অঙ্কুশের

গত শনিবার রাতে এই ঘটনা সামনে আসার পর থেকে টলি মহলের অনেকেই অবাক। যেমনটা অবাক হয়েছেন অঙ্কুশ নিজেও। সংবাদ মাধ্যমে তিনি জানান, সেই ছবিতে ইনভেস্টও করেছিলেন রূপা। বাংলা থেকে হিন্দি টেলিভিশনেও কাজ করেছেন। কিন্তু কেপমারির সঙ্গে মেলাতে পারছেন না রূপাকে। গ্রেফতার হওয়ার সময় রূপার ব্যাগ থেকে বেশি কিছু ওয়ালেট উদ্ধার হয়। সেখানেই ঠাট্টা করে ওই ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'এখনও প্রথম ছবির কথা মনে আছে, যখন আমার কাছে এত টাকা থাকত না যাতে ওয়ালেট রাখতে হয়। ভাগ্যিস!'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

পোস্টে অঙ্কুশের বহু ফ্যান মজার মজার কমেন্ট করেছেন পোস্টে। স্বভাবতই কমেন্টে রূপার গ্রেফতার হওয়ার প্রসঙ্গ উঠে আসে বার বার। সেখানেও আর এক প্রস্থ মজার পাত্রী হয়ে ওঠেন প্রাক্তন নায়িকা। যদিও দীর্ঘ দিন ধরেই রূপা নিজেকে রুপোলি পর্দা থেকে সরিয়ে নিয়েছেন।

Advertisement


বইমেলায় 'কেপমার' নায়িকা গ্রেফতার

গত শনিবার কলকাতা বইমেলায় বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করে অভিনেত্রী রূপা দত্তকে। মেলা প্রাঙ্গনে একটি ডাস্টবিনে ওয়ালেট ফেলে চলে যাচ্ছিলেন তিনি। ঘটনা এক পুলিশর্মীর চোখে পড়ে। সন্দেহজনক মনে হওয়ায় রূপাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে সময় তার ব্যাগ থেকে বেশ কয়েকটি ওয়ালেট এবং নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়। জেরায় সব স্বীকার করেন রূপা। তিনি জানান, বড় বড় মেলা এবং অনুষ্ঠানে তিনি কেপমারি করতেন। একটি ডাইরিতে তার হিসেবনিকেষ লিখে রাখতেন। সেটিও উদ্ধার হয় ব্যাগ থেকে। আপাতত জেল হেফাজতে রয়েছেন রূপা।

 

Advertisement