scorecardresearch
 

Trina Saha: সোশ্যাল মিডিয়ায় বর- নীলকে 'স্টক' করেন তৃণা! ফাঁস হল সিক্রেট

Trina Saha: টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হবে 'খড়কুটো'। এই খবর শুনে বেজায় মন খারাপ হয়েছিল বহু দর্শকদের। তবে তারা ইতিমধ্যে পেয়েছে সুখবর। নতুন ভাবে আসছেন তাদের সকলের প্রিয় 'গুনগুন'।

অভিনেত্রী তৃণা সাহা (ছবি: ফেসবুক) অভিনেত্রী তৃণা সাহা (ছবি: ফেসবুক)

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা (Trina Saha)অরিন্দম শীল পরিচালিত 'ইস্কাবনের বিবি' (Iskaboner Bibi) ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে 'খড়কুটো' (Khorkuto)-র গুনগুনকে। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হবে 'খড়কুটো'। এই খবর শুনে বেজায় মন খারাপ হয়েছিল বহু দর্শকদের। তবে তারা ইতিমধ্যে পেয়েছে সুখবর। নতুন ভাবে আসছেন তাদের সকলের প্রিয় 'গুনগুন'। 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩ (Dance Dance Junior Season 3)-তে মেন্টর অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন তৃণা। 

ছোট বেলা থেকেই নাচ তাঁর দারুণ পছন্দের। নতুন ভূমিকায় দর্শকদের সামনে আসবেন, এজন্যে খুবই উচ্ছ্বসিত অভিনেত্রী। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে একটি মজার ভিডিও। যেখানে র‍্যাপিড ফায়ারে একাধিক প্রশ্নের উত্তর দিতে হয়েছে তৃণাকে। মেকআপ করতে করতেই, সেই সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। যেখানে উঠে এলো, নানা অজানা সিক্রেটস। 

প্রশ্ন: হিডেন ট্যালেন্ট?   

তৃণা: আমি নখ খুব ভাল করে খেতে পারি (হেসে)।  


প্রশ্ন: মাঝ রাতে পছন্দের স্ন্যাক্স?  

তৃণা: চকোলেট। সব সময় পছন্দের স্ন্যাক্স। 


প্রশ্ন: তোমার কাছে নাচের অর্থ কী?  

তৃণা: আমার দ্বিতীয় প্রেম। প্রথম প্রেম হল পরিবার। 


প্রশ্ন: কত বছর বয়স থেকে নাচ শিখছ?   

তৃণা: ৫ বছর... 


প্রশ্ন: প্রথম স্টেজ পারফরম্যান্স কবে?  

তৃণা: ৬ বছর বয়সে।  


প্রশ্ন: দেব, রুক্মিণী না মনামী? 'ডান্স ডান্স জুনিয়র'-র মঞ্চে প্রথম সেলফি কার সঙ্গে তুলবে?  

তৃণা: সরি গার্লস! দেব অবশ্যই...  


প্রশ্ন: কোন তিনটি জিনিস ব্যাগে সব সময় থাকে?   

তৃণা: ফোনের চার্জার, ওয়ালেট ও পারফিউম।  


প্রশ্ন: সবচেয়ে ভাল রান্না করতে পারো কোন পদ?

তৃণা: সব রান্নাই আমি ভাল বানাই।  


প্রশ্ন: নীল না গঙ্গারাম, দু'জনের মধ্যে কে বেশি ভাল ডান্সার? 

তৃণা: সরি অভিষেক, নীল বেশি ভাল নাচ করে। 


প্রশ্ন: সদ্য শোনা কোন গান তুমি এখন সারাদিন গুনগুন করছ? 

তৃণা: তেরে আঁখে ভুল ভুলাইয়া...(গেয়ে) আমায় আর গান গাইতে বলো না প্লিজ।    


প্রশ্ন: হিলস না স্নিকার্স? 

তৃণা: সব সময় স্নিকার্স। 


প্রশ্ন: তোমার পছন্দের গয়না কী? 

তৃণা: আংটি। আমি শুধু আংটি পরি। 


প্রশ্ন: সোশ্যাল মিডিয়ায় শেষ কাকে স্টক করেছ? 

তৃণা: আমার বরকে। 


প্রশ্ন: প্রিয় বলিউড ডান্সিং স্টার কে? 

তৃণা: শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, হৃত্বিক রোশন...  

প্রসঙ্গত, এবারের 'ডান্স ডান্স জুনিয়র'-র সিজনে রয়েছে একাধিক চমক। বিচারক আসনে বসছেন টলিউড সুপারস্টার দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও মনামী ঘোষ। প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে বিচারক আসনে একসঙ্গে বসছেন দেব ও রুক্মিণী। অন্যদিকে ক্যাপ্টেন হিসাবে থাকছেন স্টার জলসার তিন ধারাবাহিকের মুখ্য অভিনেতারা। দিপান্বিতা ছাড়াও রয়েছেন খুকুমণি- দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) ও গঙ্গারাম- অভিষেক বসু (Abhishek Bose)। এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাবে সৌম্যদীপ্ত সাহা (লাড্ডু ) এবং উদিতা মুন্সী। প্রতিযোগীরা আসছে গোটা দেশ থেকে।