scorecardresearch
 
Advertisement

Kabuliwala's Mini- Anumegha: কীভাবে মিনি হয়ে উঠল 'মিঠাই'-এর মিষ্টি? VIDEO

Kabuliwala's Mini- Anumegha: কীভাবে মিনি হয়ে উঠল 'মিঠাই'-এর মিষ্টি? VIDEO

২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা'। ফের বড় পর্দায় দেখা যাচ্ছে রহমত ও তার খোকির গল্প। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং ছোট্ট মিনির চরিত্রে দেখা যাচ্ছে শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। 'মিঠাই' বাংলা ধারাবাহিকে মিষ্টি চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিল অনুমেঘা। এই মেগা থেকে তার জনপ্রিয়তা এতটাই বাড়ে যে, সোশ্যাল মিডিয়ায় আজও প্রশংসা- শুভেচ্ছা- আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দেন সকলে। 'মিঠাই'-র আগে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'-তে মুন্নি চরিত্রে অনুমেঘাকে দেখেছেন সকলে। 'কাবুলিওয়ালা', অনুমেঘার ডেবিউ ছবি। কীভাবে রহমতের মিনি হওয়ার সুযোগ পেল ছোট্ট অনুমেঘা? bangla.aajtak.in-কে জানালেন পরিচালক।

Advertisement