Advertisement

Debleena Dutt Exclusive: আরজি করের প্রতিবাদ তারকাদের জন্য ছিল স্বার্থের? উত্তরে দেবলীনা বললেন...

Debleena Dutt Exclusive: টলিপাড়ার চেনা মুখ দেবলীনা দত্ত। বর্তমানে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। ছবি, ভিডিও, রিলসের মাধ্যমে জীবনের নানা মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করেন নেন তিনি। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। এবার ভানু বন্দ্যোপাধ্যায় রূপে সকলের সামনে ধরা দেবেন শাশ্বত চট্টোপাধ্যায়। পর্দায় কিংবদন্তি অভিনেতার স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। এক সময়ের জনপ্রিয় ধারবাহিক 'এক আকাশের নিচে'-র ধারাবাহিকে স্বামী- স্ত্রী রূপে দেখা গিয়েছিল শাশ্বত- দেবলীনাকে। বহু বছর পর পর্দার আকাশ- নন্দিনী ফের জুটিতে। তবে এবার পর্দায় দেখা যাবে একেবারে অন্য রসায়ন। অফস্ক্রিনের নানা খুঁটিনাটি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে এক্সকলুসিভ আড্ডার মাঝে নানা অজানা গল্প শেয়ার করলেন দেবলীনা।

Advertisement
POST A COMMENT