Advertisement

Globe Cinema: বাংলা সিনেমার হাত ধরে ফের খুলল গ্লোব, উদ্বোধনে দেব-সৃজিত

বাংলা সিনেমার হাত ধরে ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা। বেশ কয়েক বছর ধরেই পুজোয় নতুন বাংলা ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কম নেই। সৃজিত থেকে রাজ, দেব থেকে প্রসেনজিৎ, পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি সিনেমা হলেও ভিড় বাড়ছে দর্শকদের। তবে বিগত কয়েক বছরে কলকাতায় বেশ কিছু হল বন্ধ হয়ে গিয়েছে। তবে নতুন করে খুলল গ্লোব সিনেমা হল। আর বাড়তি পাওনা হিসাবে থাকছে পুজোর তিন তিনটে ছবি, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী ২ দেখানো হবে এখানে।

Advertisement
POST A COMMENT