Advertisement

Nusrat Jahan at India Today Conclave East 2022: "কাউকে ধর্মীয় আঘাত দিয়ে নিজের সৃষ্টিশীলতাকে ব্যবহার করিনি", বললেন নুসরত

"কারও ধর্মীয় ভাবাবেগকে কখনও আঘাত করিনি। কখনও কাউকে ধর্মীয় আঘাত দিয়ে নিজের সৃষ্টিশীলতাকেও ব্যবহার করিনি", মা কালী পোস্টার ইস্যুতে ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চ থেকে বললেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। পাশাপাশি লোকসভায় সিঁদুর পরে যাওয়ায় বিতর্ক প্রসঙ্গে নুসরত বলেন, "সিঁদুর পরেছিলাম তা নিয়ে লোকে অনেক কথা বলেছিল, সেগুলো নিয়ে আমার সমস্যা নেই। আমি তো এগুলো নিয়ে কখনও বিরক্ত হইনি। আমি নিজের নিয়মে চলি। কেউ আমার নিয়ম নির্ধারণ করে দেবে না।"

I did not Hurt anyone's Religious Sentiments, said Actress Nusrat jahan

Advertisement
POST A COMMENT