এবার আকাশবাণীর কর্মী ও লেখিকা বেলা দে-র বায়োপিকে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম 'বেলা'। পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়। এই ছবিতে রয়েছেন এক ঝাঁক টলি অভিনেতা। ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসুর মতো শিল্পীদের দেখা যাবে বিভিন্ন চরিত্রে। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে মুক্তি কবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। রবিবার, ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন ঋতুপর্ণা সহ টিম 'বেলা'।