scorecardresearch
 
Advertisement

Ritwick Chakraborty Exclusive: আমি তারকা নই, তাই আমার ছেলেও 'স্টার কিড' নয়: ঋত্বিক

Ritwick Chakraborty Exclusive: আমি তারকা নই, তাই আমার ছেলেও 'স্টার কিড' নয়: ঋত্বিক

Ritwick Chakraborty Video: 'হিরো' থেকে 'অভিনেতাদের' বর্তমানে কদর বেশি। আর এই ট্রেন্ডটাকে যারা সেট করতে পেরেছেন তাঁদের মধ্যে একজন, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এসভিএভ-এর প্রযোজনায়, রাজ চক্রবর্তীর পরিচালনায় বড়দিনে মুক্তি পাবে নতুন ছবি 'সন্তান'। রাজের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক। ২০১১ সালে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে বিয়ে করেন ঋত্বিক। প্রেম, বিয়ে কিংবা বিয়ের পরবর্তী সময়ে কোনটাতেও তামঝাম নেই তাঁদের। বলা চলে প্রচারের আলো থেকে দূরেই থাকতে ভালবাসেন। অপরাজিতা- ঋত্বিকের এক ছেলের নাম উপমন্যু। ছেলেকে কীভাবে মানুষ করছেন অভিনেতা? bangla.aajtak.in- এর সঙ্গে আড্ডার মাঝে শেয়ার করলেন ঋত্বিক।

Advertisement