scorecardresearch
 
Advertisement

Ritwick Chakraborty: 'দর্শক আমায় অপছন্দ করলেই আমার প্রাপ্তি...', Exclusive ঋত্বিক

Ritwick Chakraborty: 'দর্শক আমায় অপছন্দ করলেই আমার প্রাপ্তি...', Exclusive ঋত্বিক

'হিরো' থেকে 'অভিনেতাদের' বর্তমানে কদর বেশি। আর এই ট্রেন্ডটাকে যারা সেট করতে পেরেছেন তাঁদের মধ্যে একজন, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এসভিএভ-এর প্রযোজনায়,রাজ চক্রবর্তীর পরিচালনায় বড়দিনে মুক্তি পাবে নতুন ছবি 'সন্তান'। রাজের ছবিতে এবার দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিঠুনের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত জীবন নিয়ে bangla.aajtak.in- এর সঙ্গে আড্ডায় ঋত্বিক।

Advertisement