মুম্বইয়ের পরিচালক রামকমল মুখোপাধ্যায় তাঁর আগামী ছবি নিয়ে আসছেন ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। আর এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। থিয়েটারের মঞ্চে হোক অথবা বড়পর্দায় আজও সমানভাবে প্রাসঙ্গিক নটী বিনোদিনী। আর সিলভার স্ক্রিনে রুক্মিণীকে নটী বিনোদিনী হয়ে উঠতে সহায়তা করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শুধু তাই নয়, নটী বিনোদিনীর চরিত্রের মাধ্যমে ফের নাটকের মঞ্চে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। পরিচালক অবন্তী চক্রবর্তী এই আইকনিক চরিত্রটিকে মঞ্চে ফিরিয়ে আনছেন। আর এই চরিত্রের জন্য সুদীপ্তার চেয়ে ভালো কেউ হতে পারেন না। বহুদিন পর মঞ্চে ফিরছেন অভিনেত্রী, তাও এবার এরকম আইকনিক একটি চরিত্র নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নটী বিনোদিনী হয়ে মঞ্চে ফেরা নিয়ে সুদীপ্তা লিখেছেন, 'এ খানিকটা স্বপ্ন সফল আমার। বিনোদিনীর স্বপ্ন সফল হয়নি। আজকের প্রজন্ম, বিশেষ করে এই প্রজন্মের অভিনেতারা, হবু অভিনেতারা ভীষণই কম জানেন বিনোদিনী সম্পর্কে। দর্শকও কিছুটা উদাসীন। নামী দামী অভিনেতাদের নিয়ে, থিয়েটারের অনবদ্য কিছু পারফর্মারদের নিয়ে অপেরা ফরম্যাটে নিবেদিত এই নাটক যদি সেক্ষেত্রে খানিকটা উপকারে লাগে সার্থক হবে আমাদের প্রচেষ্টা।আগামী ৮ মার্চ নারী দিবসের দিন এই নাটকটি প্রথমবার মঞ্চস্থ করা হবে। প্রথমবার এই নাটক মঞ্চস্থ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। সুদীপ্তা জানান যে বিনোদিনী চরিত্রের প্রস্তাবে না বলার কোনও প্রশ্নই ছিল না। এটা তাঁর মনের খুব কাছের চরিত্র। জোর কদমে চলছে এই নাটকের মহড়া। অভিনেত্রী তাঁর সোশ্যাল পেজে ছবিও দিয়েছেন।
Rukmini Maitra to star in Binodini Dasi biopic