scorecardresearch
 
Advertisement

Saswata Chatterjee Exclusive: 'এখন মানুষের মুখে হাসি ফোটানো কঠিন...', আক্ষেপ শাশ্বতর

Saswata Chatterjee Exclusive: 'এখন মানুষের মুখে হাসি ফোটানো কঠিন...', আক্ষেপ শাশ্বতর

শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউডে কারও 'অপু', আবার কারও 'অপু দা'। দর্শকদের কাছে 'তোপসে', 'বব বিশ্বাস', 'শবর', 'হাতকাঁটা কার্তিক', 'বাদল বাগচী', 'পবিত্র চ্যাটার্জী' ইত্যাদি নানা অনস্ক্রিন নাম আছে তাঁর। ফের একেবারে নতুন চরিত্রে সকলের মন জয় করেতে চলেছেন তিনি। এবার দর্শকদের তিনি দেবেন নিখাদ হাস্যরস। কারণ এবার ভানু-রূপে ধরা দেবেন শাশ্বত। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। বাস্তবে শাশ্বতকে বিশেষ নামে ডাকতেন কিংবদন্তি অভিনেতা। bangla.aajtak.in-র সঙ্গে এক্সকলুসিভ আড্ডার মাঝে নানা অজানা গল্প শেয়ার করলেন পর্দার ভানু। আড্ডায় উঠে এলো বাংলা ছবি থেকে ইন্ডাস্ট্রির নানা গল্প।

Advertisement